আজ বৃহস্পতিবার (২৫ মার্চ ২০২১) বিকেলে বইমেলার লিটলম্যাগ চত্বরে লিটলম্যাগাজিন কর্মীদের সংগঠন ‘জাতীয় লিটলম্যাগাজিন সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ ঘটেছে। লিটল ম্যাগাজিন ‘লোক’ সম্পাদক কবি অনিকেত শামীমকে আহ্বায়ক ও ‘করাতকল’ এর নির্বাহী সম্পাদক কবি শাফি সমুদ্রকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন লিটলম্যাগ কর্মীরা।
কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন ‘দ্রষ্টব্য’ সম্পাদক ও গল্পকার কামরুল হুদা পথিক ও ‘একবিংশ’র নির্বাহী সম্পাদক কবি খলিল মজিদ। সারাদেশের লিটলম্যাগ কর্মীরা একই প্ল্যাটফর্মে আসার উদ্দেশ্যে ও নানা সংকটে ও প্রয়োজনে নিজেদের একত্রে থাকার প্রযোজনীয়তা অনুভব করে এই কমিটি গঠন করা হয় বলে জানান লিটল ম্যাগাজিনের কর্মীরা।
পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে আজ সন্ধ্যায় বইমেলার লিটল ম্যাগাজিন চত্বরে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৫১টি মাটির প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
আহ্বায়ক কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বজলুল করিম বাহার, মঈন চৌধুরী, পারভেজ হোসেন, সেলিম মোরশেদ ও সৈয়দ রিয়াজুর রশীদ। সদস্য হিসেবে আছেন এজাজ ইউসুফি, লিরিক; সরকার আজিজ, ময়মনসিংহ জং; সরকার আশরাফ, নিসর্গ; আযাদ নোমান, চর্যাপদ; হাবিব ওয়াহিদ, অনিন্দ্য; রাজা সহিদুল আসলাম, চালচিত্র; আমিনুর রহমান সুলতান, অমিত্রাক্ষর; পুলক হাসান, খেয়া; কামরুল বাহার আরিফ, মৃদঙ্গ; আহমেদ নকিব, শিরদাঁড়া; মারুফুল আলম, প্রতিশিল্প; আনোয়ার কামাল, এবং মানুষ; হোসেন দেলোয়ার, কবিতাপত্র; মামুন মোস্তফা, লেখমালা; ওবায়েদ আকাশ, শালুক; সাইমন জাকারিয়া, ভাবনগর; শহীদ ইকবাল, চিহ্ন; শওকত হোসেন, গোলাঘর; বীরেন মুখার্জী, দৃষ্টি; শাহিন লতিফ, মেঘ; সোহেল মাজহার, কাশপাতা; রিসি দলাই, চারবাক; মনিরুল মনির, খড়িমাটি; কাজল কানন, ধাবমান; আবদুল মান্নান স্বপন, ধমনী; দ্রাবিড় সৈকত, অর্বাক; তাশরিক-ই-হাবিব, পরানকথা; রুদ্র শায়ক, ওপেন টেক্সট; মিঠুন রাকসাম, থকবিরিম; ইসলাম রফিক, দোআঁশ; মুজাহিদ আহমদ, কোরাস; সৈয়দ এরশাদুল হক, অকালবোধন; নাহিদা আশরাফী, জলধি; ইসমত শিল্পী, নান্দিক; লিয়াকত বখতিয়ার, কহরদরিয়া; মাহফুজ রিপন, ব্যাটিংজোন; চারু পিন্টু, যশোর রোড; অরবিন্দ চক্রবর্তী, মাদুলি; তিথি আফরোজ, ধূলিপথ; শিমুল পারভীন, প্রতিধ্বনি; অনিরুদ্ধ দিলওয়ার, কবিতাভূমি; অপু মেহেদী, ক্ষ্যাপা; খালেদ চৌধুরী, ঘুঙ্ঘুর; মুসতাক মুকুল, খই; শামীম আশরাফ, বাতর; নূর নাহিয়ান, মনপবনের নাও এবং দীপংকর মারডুক, হারপুন।
সংবাদ সূত্র: দৈনিক কালের কণ্ঠ
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।