বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, সিলেট জেলা শাখা’র স্বরচিত লেখা পাঠের আসর গত ৬ অগাস্ট ২০২১ খ্রিষ্টাব্দ শুক্রবার রাত ৮.০০টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। প্রগতি লেখক সংঘ, সিলেট জেলা শাখা’র সভাপতি কবি এ. কে. শেরাম এর সভাপতিত্বে সভায় মোট ১৭ জন কবি/লেখক সদস্য অংশগ্রহণ করে স্বরচিত লেখা (গল্প/কবিতা/ছড়া) পাঠ করেন।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, সিলেট জেলা শাখা’র সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী’র পরিকল্পনা ও সঞ্চালনায় এবারের আসরটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর ৮০তম প্রয়াণ দিবসে (২২ শ্রাবণ) উৎসর্গ করা হয়। শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি, গবেষক, লেখক, নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক শফিউদ্দিন তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক শোক প্রস্তাব গৃহীত হয়।
আসরের প্রথমেই শওকত আলী’র উপন্যাস “প্রদোষে প্রাকৃত জন” পাঠ সমাপনান্তে পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সহসভাপতি গল্পকার মাধব রায়। ‘ইতিহাস চাই’ শিরোনামীয় স্বরচিত কবিতাটি স্বকন্ঠে পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা ও কবি ব্রজেন্দ্র দাস। সহসভাপতি নাসিমা চৌধুরী পাঠ করেন স্বরচিত কবিতা “ধূসর জগৎ”। কবি রওশন আরা বাঁশি পড়ে শোনান স্বরচিত কবিতা যথাক্রমে “বিষণ্নতায় কেটেছে বেলা”। কার্যকরী সদস্য কবি জয়দীপ বিশ্বাস পাঠ করেন পর পর দু’টি স্বরচিত কবিতা যথাক্রমে “আকালের কাল” এবং “সময়”। কোষাধ্যক্ষ সুব্রত দাশ আবৃত্তি করেন স্বরচিত কবিতা “শাল্লার নোয়াগাঁও”। কার্যকরী সদস্য কবি সঞ্জিত কান্তি দেব “আলোকিত মানুষ চাই” শিরোনামীয় স্বরচিত কবিতা পাঠ করেন। সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী আবৃত্তি করেন স্বরচিত কবিতা “সূর্যসম মুজিব”। কবি আনোয়ারুল বারী আবৃত্তি করেন স্বরচিত কবিতা “বেঁচে আছি এইতো বেশ”। কবি জিব্রান মাসুম দীদার আবৃত্তি করেন স্বরচিত কবিতা “সুখ”। কবি এ কে শেরাম আবৃত্তি করেন স্বরচিত কবিতা “অস্তিতে আছো, আছো নাস্তিতেও”।
অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সহসভাপতি কবি এনায়েত হাসান মানিক, কবি ব্রজেন্দ্র দাস, গল্পকার মাধব রায়, কবি নাসিমা চৌধুরী, প্রমুখ। এছাড়া আসরে আরো উপস্থিত ছিলেন প্রগতি লেখক সংঘ, সিলেট জেলা শাখার সহসাধারণ সম্পাদক মিহির তালুকদার, সম্পাদক মন্ডলীর সদস্য কবি অনন্তদ্বীপ পলাশ, কার্যকরী সদস্য অর্ণব ভট্টাচার্য, কার্যকরী সদস্য তাসনীম জাহান নাদিয়া, সদস্য কবি বদরুল ইসলাম শাকির।
আসরে পঠিত স্বরচিত লেখাগুলোর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন আসরের সভাপতি বিশিষ্ট কবি এ. কে. শেরাম। সভায় সিলেট জেলা কমিটির তত্ত্বাবধানে একটি ওয়েবজিন প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া, আগামী ২৭ আগস্ট শুক্রবার রাত ৮:০০টায় একটি ভার্চুয়াল পাঠচক্র অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।