কুড়িগ্রামের প্রথিতযশা সাহিত্যিক ও শিক্ষক তপন কুমার রুদ্রর সাহিত্যকীর্তির বিশ্লেষণ, আলোচনা ও স্মৃতিকথা নিয়ে প্রকাশিত হলো সাহিত্যপত্রিকা ‘তীব্র কুড়িগ্রাম’ এর প্রথম সংখ্যা৷
প্রচ্ছদ |
২৫ সেপ্টেম্বর (২০২০), শুক্রবার বিকেল চারটায় কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাময়িকপত্রটির মোড়ক উন্মোচন করেন কবি ও নাট্যকার হেলাল জাহাঙ্গীর৷ এরপর লেখকগণকে ‘তীব্র কুড়িগ্রামে’ লেখার জন্য সম্মানী প্রদান করেন সম্পাদক৷ তাঁর বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়৷ এরপর একে একে বক্তব্য প্রদান করেন লিটলম্যাগ ‘বিন্দু’ সম্পাদক সাম্য রাইয়ান, প্রাবন্ধিক মাহমুদ আল হেলাল উজ্জামান, কবি শুভ্র সরখেল, ‘শ্বেতপত্র’ সম্পাদক মোকলেছুর রহমান, শান্তনু সরকার, ফিরোজ সরকার, ‘দিব্যক’ সম্পাদক হোসাইন মাইকেল, আবৃত্তিশিল্পী কুমার বিশ্বজিৎ প্রমূখ৷
সম্পাদক সুশান্ত বর্মণ তার বক্তব্যে বলেন, “এই সাময়িকপত্রটি সম্পূর্ণ অবাণিজ্যিক ও অরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করা বিশিষ্ট লেখকগণের সাহিত্যকীর্তির প্রতি আলোকপাত করার উদ্দেশ্যে প্রকাশিত৷ আনুমানিক দুই মাস পর পর এর একেকটি সংখ্যা প্রকাশিত হবে৷” তিনি আরো বলেন, “যাঁরা আলোচনা লিখবেন সকলকে অতি সামান্য হলেও সম্মানী প্রদান করতে চাই৷ যদিও এ কাজটি বাণিজ্যিক নয়, তবুও আমি চাই লেখকগণকে আমার অতি ক্ষুদ্র সামর্থ্যের মধ্যেও সম্মানিত করতে৷”
উল্লেখ্য, পত্রিকাটি কুড়িগ্রাম শহরের বইয়ের দোকানগুলোতে পাওয়া যাবে৷ এছাড়াও অনলাইনে বিনামূল্যে পড়া যাবে teebrakurigram.blogspot.com এই ঠিকানায়৷ এছাড়াও সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা রয়েছে৷
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।