হাজারতম সংখ্যার ছবি |
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে এই দৈনিক কবিতা পত্রিকার ১০০০তম সংখ্যাটি প্রকাশিত হয় বুধবার (২১ অক্টোবর)।
পৃথিবীর দীর্ঘস্থায়ী দৈনিক কবিতা পত্রিকাটির সম্পাদক তরুণ কবি রাজেশ চন্দ্র দেবনাথ।
‘দৈনিক বজ্রকণ্ঠ’ ভারত ও ভারতের বাইরে বসবাসকারী সব পাঠকের কাছে বেশ পরিচিত। বাংলা ভাষার পাশাপাশি বিশ্বের বিভিন্ন ভাষার কবিতা ছাড়াও কবিতা বিষয়ক গদ্য, সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এই পত্রিকায়। বাংলাদেশের বহু নবীন ও প্রবীণ কবি এই পত্রিকায় লিখছেন নিয়মিত।
সম্পাদক রাজেশ চন্দ্র দেবনাথ |
কবিতা পত্রিকা ‘দৈনিক বজ্রকণ্ঠ’-এর প্রকাশ শুরু হয়েছিল ২০১৮ সালের ২৬ জানুয়ারি। প্রথমে অনলাইন সংস্করণে প্রকাশিত হয় ৫৯৯টি সংখ্যা।
এরপর কবিতা পত্রিকাটির ৬০০তম সংখ্যা থেকে অনলাইনের পাশাপাশি প্রতিদিন মুদ্রণ সংস্করণ শুরু হয়।
অনলাইন ও মুদ্রণসহ ২১ অক্টোবর পর্যন্ত এই পত্রিকার মোট ১০০০টি সংখ্যা প্রকাশিত হয়েছে।
দৈনিক বজ্রকন্ঠ-এর হাজারতম সংখ্যা বিশ্বে দৈনিক কবিতার ইতিহাসে একটি মাইলফলক। এই সংখ্যাটিতে লিখেছেন ২০৫ জন লেখক। নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত দৈনিক কোনো কবিতা পত্রিকা এতদিন স্থায়ী হয়নি।
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।