বাংলাদেশী কবি জাকির জাফরান পেলেন ভারতের ‘কবিতা আশ্রম পুরস্কার ১৪২৮’। বাংলা কবিতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ভারতের পশ্চিমবঙ্গের সাহিত্য পত্রিকা ‘কবিতা আশ্রম’ এই পুরস্কার প্রদান করে। আগামী ১৭ সেপ্টেম্বর বরেণ্য কবি বিনয় মজুমদারের জন্মদিনে জাকির জাফরানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
কবিতা আশ্রম পুরস্কার ১৪২৮ / জাকির জাফরান |
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠা (২০০৭), নদী এক জন্মান্ধ আয়না (২০১৪), অপহৃত সূর্যাস্তমণ্ডলি (২০১৫), নির্বাচিত কবিতা (২০১৯), অন্ধের জানালা (২০২০), জ্যোৎস্নাসম্প্রদায় (২০২০), পায়ে বাঁধা দুটি সর্বনাম (২০২১)। অনুবাদগ্রন্থ ‘আক্রায় পাওয়া পাণ্ডুলিপি’ (২০১৪)।
এর আগে তিনি কবিতায় বিশেষ অবদানের জন্য পেয়েছেন ‘বগুড়া লেখকচক্র পুরস্কার’।
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।