অমর একুশে গ্রন্থমেলা ২০২১-এ প্রকাশিত হচ্ছে কবি ও প্রাবন্ধিক মাহফুজুর রহমান লিংকনের প্রথম কবিতার বই ‘অমীমাংসিত ফুলের দেবতা’। বইটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
মাহফুজুর রহমান লিংকনের জন্ম ১৭ মার্চ বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়৷ এক দশক থেকে ‘বিন্দু’, 'দিব্যক', ‘জঙশন’, ‘চারবাক’, ‘আর কে রোড’ সহ অন্যান্য লিটলম্যাগে নিয়মিত কবিতা ও গদ্য লিখছেন৷
নিজের লেখালিখি সম্পর্কে কবি বলেন, “যখন থেকে বুঝতে শিখেছি ‘বিশুদ্ধ মানুষ’ হতে চেয়েছি! বেঁচে থাকাটাই সবচেয়ে বড় ম্যাজিক... ! এই ম্যাজিক্যাল সময়টাতে অনেকে অভিভূত হয়ে ম্যাজিক দ্যাখে... আবার অনেকে অভিভূত হয়ে থাকার ভান করে! প্রকৃতির রূপে সাজানো, নদীময়, ছোট্ট কুড়িগ্রাম শহরটা আমাকে কবিতার মানুষ করে তুলেছে।”
প্রকাশিতব্য বইটি সম্পর্কে মাহফুজুর রহমান লিংকন বলেন, “দীর্ঘদিন ধরে এই বইয়ের কবিতাগুলো লিখিত হয়েছে৷ আমার জীবনের দীর্ঘ সময়ের শ্রম-ঘাম-কান্না-চিৎকার লেগে আছে এখানে৷ বইটি প্রকাশিত হচ্ছে, এই মুহূর্তে এটি আমার জন্য জীবনের অন্যতম আনন্দের সংবাদ৷”
বইটি অমর একুশে গ্রন্থমেলায় ঘাসফুল প্রকাশনীর স্টলে পাওয়া যাবে৷
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।