২১ গল্পকারের ২১টি গল্প নিয়ে প্রকাশিত হলো অবগুণ্ঠনের ‘গল্প সংখ্যা’


অবগুণ্ঠন শেষ কয়েকটি সংখ্যায় নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কাজ হয়েছে। কবিতা, অনুগল্প, বিশেষ গল্পগ্রন্থ আলোচনা- এগুলো নিয়ে আগেই কাজ হয়ে গেছে। ২০২১ এ ছোটগল্প নিয়ে একটি নতুন সংখ্যা বেরিয়েছে। এই বিশেষ গল্প সংখ্যার ক্যাপশন হল, ২১ জনের ২১ টি গল্প৷

যে কোন পত্রিকার ক্ষেত্রে নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করা সবসময় চ্যালেঞ্জের। প্রত্যেক পত্রিকার একটা পাঠকগোষ্ঠী থাকে। অবগুন্ঠনেরও আছে। নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করার আগে সেই পাঠক গোষ্ঠীর কথা মাথায় রাখতে হয়। অবগুণ্ঠন সেই পাঠকগোষ্ঠী এবং নতুন কিছু পাঠকের সন্ধানে ২১ জনের ২১ টি ভিন্ন ধারার গল্প এক মলাটে এনেছে।

আমরা জানি সব গল্প সবার জন্য নয়। পাঠক ভেদে গল্পফ্লেভার প্রিয়তা আলাদা আলাদা হয়। কিন্তু অবগুণ্ঠন একজন নিবিষ্ট পাঠককে ভিন্ন ভিন্ন ধারার গল্পের সাথে পরিচয় করানোর চিন্তা এবং উঠতি কিছু গল্পকারের কলমের সাথে পরিচয় করানোর ভাবনাটি বিশেষ করে মাথায় রেখেছে। তাই এই বিশেষ গল্প সংখ্যা।

অবগুণ্ঠনের টিম বিশেষ করে সম্পাদক অমিতাভ দাস অতি যত্ন নিয়ে অক্লান্ত পরিশ্রম করে সংখ্যাটি পরিকল্পনা করেছেন। এই কাজটা মোটেও সহজসাধ্য ছিল না বর্তমানের প্যানডেমিক সিচুয়েশনে।

Post a Comment

2 Comments

  1. বইটির একটি সম্পূর্ণ আলোচনা পেলে ভালো হত।

    ReplyDelete
  2. ধন্যবাদ বাংলা সাহিত্যবার্তা।

    ReplyDelete

মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।