‘ননী মারমা ও চিঠির মানুষেরা’: আখতার ফারুকের উপন্যাসের দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হলো


ননী, পূজা, মুনমুন ওদের হারিয়ে যাওয়া বন্ধু হাবিবকে খুঁজতে ঢাকা থেকে রওনা দিয়েছে চিলমারীর রমনা বন্দরে। পথ তো মাত্র একদিনের। কিন্তু ট্রেনে যেতে যেতে চিঠিগুলোর আয়নায় তা অনন্ত৷

যে বন্ধু হারিয়ে যায় মিছিলে সে আর ফেরে না৷ সে কেন মানুষের অধিকারের জন্য বুকে চিৎকার পুষে রাখতো?

হায় ব্রহ্মপুত্র! হায় যমুনার জল সব ঘোলা ও দূষিত হয়ে গেলে গল্প বলে আর কী লাভ হবে? আখতার ফারুক তবুও তাঁর ননী মারমা, ও চিঠির মানুষেরা উপন্যাসে ভালোবাসার খোঁজে পরস্পরের দূরত্বের কাহিনীই বলে গেলেন৷ এতে ভেদ আছে, বিভেদের গল্প আছে। তবে মিলনাকাঙ্ক্ষাই প্রবল৷ মুক্তির ইচ্ছায় চোখে যতই টলমল জল আসুক, প্রিয় মুখগুলো হারাক বন্ধুর পথে তারুণ্যের সরব বিদ্রোহ আমাদের সামনে অপেক্ষা করছে।

এই হলো আখতার ফারুকের প্রথম উপন্যাস ‘ননী মারমা ও চিঠির মানুষেরা’ বইয়ের কাহিনী৷ নবীন শিল্পী আল নোমানের প্রচ্ছদে ২০২০ এর ফেব্রুয়ারি মাসে বইটি প্রকাশ করেছিলো মনদুয়ার প্রকাশনী৷

সম্প্রতি বইটির দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছে৷ ১৭৫ টাকা মূল্যের এ বইটি পাওয়া যাচ্ছে বিভিন্ন অনলাইন বুক শপে এবং ঢাকার কাঁটাবন কনকর্ড এম্পোরিয়ামে সংহতি বইয়ের ঘরে৷

Post a Comment

0 Comments