ননী, পূজা, মুনমুন ওদের হারিয়ে যাওয়া বন্ধু হাবিবকে খুঁজতে ঢাকা থেকে রওনা দিয়েছে চিলমারীর রমনা বন্দরে। পথ তো মাত্র একদিনের। কিন্তু ট্রেনে যেতে যেতে চিঠিগুলোর আয়নায় তা অনন্ত৷যে বন্ধু হারিয়ে যায় মিছিলে সে আর ফেরে না৷ সে কেন মানুষের অধিকারের জন্য বুকে চিৎকার পুষে রাখতো?হায় ব্রহ্মপুত্র! হায় যমুনার জল সব ঘোলা ও দূষিত হয়ে গেলে গল্প বলে আর কী লাভ হবে? আখতার ফারুক তবুও তাঁর ননী মারমা, ও চিঠির মানুষেরা উপন্যাসে ভালোবাসার খোঁজে পরস্পরের দূরত্বের কাহিনীই বলে গেলেন৷ এতে ভেদ আছে, বিভেদের গল্প আছে। তবে মিলনাকাঙ্ক্ষাই প্রবল৷ মুক্তির ইচ্ছায় চোখে যতই টলমল জল আসুক, প্রিয় মুখগুলো হারাক বন্ধুর পথে তারুণ্যের সরব বিদ্রোহ আমাদের সামনে অপেক্ষা করছে।
এই হলো আখতার ফারুকের প্রথম উপন্যাস ‘ননী মারমা ও চিঠির মানুষেরা’ বইয়ের কাহিনী৷ নবীন শিল্পী আল নোমানের প্রচ্ছদে ২০২০ এর ফেব্রুয়ারি মাসে বইটি প্রকাশ করেছিলো মনদুয়ার প্রকাশনী৷
সম্প্রতি বইটির দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছে৷ ১৭৫ টাকা মূল্যের এ বইটি পাওয়া যাচ্ছে বিভিন্ন অনলাইন বুক শপে এবং ঢাকার কাঁটাবন কনকর্ড এম্পোরিয়ামে সংহতি বইয়ের ঘরে৷
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।