“পু: হীরক রাজা শহরে প্রচুর আলোড়নের সৃষ্টি করেছে, মনে হয় বেশ কয়েকমাস চলবে।” অথবা “পু: বম্বেতে শ্যাম বেনেগালের Junoon দেখলাম। Technically চমৎকার ছবি,... তবে কামান দাগাটা convincing লাগছে না।” সত্যজিত রায় তার বন্ধুকে লেখা চিঠির শেষে প্রায়শই এমন নানান কিছু লিখতেন পুনশ্চ শিরোনামে। গনেশ পাইনের লেখা অনেক চিঠির শেষেও দেখতে পাচ্ছি এই পুনশ্চ; “পু: পুঁথির পাতা মাঝে মাঝেই পাঠাব। তবে বিনিময় বলে একটা কথা শাস্ত্রে আছে।”
পুনশ্চ ছাড়া শেষ হতো না তখনকার অনেকের চিঠিই, সে এঁদের মতো বিখ্যাত মানুষই হন অথবা আমাদের মতন সাধারণ মানুষ। আসলে প্রতিটি চিঠি লেখার পরেও থেকে যায় প্রেরকের অতৃপ্তি; যেন সব কথা বলা হল না।
বম্বেDuck-এর ‘চিঠি সংখ্যা’ প্রকাশিত হয়েছে কিছুদিন আগেই। সংখ্যাটি পাঠক সমাদৃত হয়েছে৷ এরই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হচ্ছে ‘পুনশ্চ’ সংখ্যা৷
সম্পাদক অর্ঘ্য দত্ত তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন,
…কিন্তু আমাদেরও মনে হয়েছে যেন আরও অনেক বিষয়ে লেখার ছিল, আরও অনেকের লেখার কথা ছিল। তাই মাত্র দুজন কবির কবিতা এবং মাত্র ছ'জন বিশিষ্ট লেখকের ভিন্ন স্বাদের চিঠি বিষয়ক অনতিদীর্ঘ লেখা নিয়ে আসছে ‘পুনশ্চ’৷এই বিশেষ সংখ্যার আমন্ত্রিত কবি-লেখকেরা হলেন, ঈশিতা ভাদুড়ী, সৈকত মুখোপাধ্যায়, অর্ণব সাহা, অলোক গোস্বামী, অনুপম মুখোপাধ্যায়, অমিত গোস্বামী, চয়ন ভৌমিক এবং অরিন্দম গঙ্গোপাধ্যায়।আশা করি ‘চিঠি সংখ্যা’ যেমন বিপুল সংখ্যক পাঠকের পাঠধন্য হয়েছিল, ‘পুনশ্চ’- বিশেষ সংখ্যাটিও তেমনি পাঠক-বন্ধুদের কাছে সমাদৃত হবে।
বম্বেDuck পত্রিকাটি পড়তে এখানে ক্লিক করুন৷
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।