চঞ্চল নাঈমের সম্পাদনায় যাত্রা শুরু করলো শিল্প সাহিত্যের ছোটকাগজ ‘পেপারব্যাক’

রাতজাগা চিন্তা মগ্নতা, দেশলাই আগুন৷ শব্দবোধ৷ শব্দঝরা৷ শব্দখেলা৷ কবিতা৷ গদ্য৷ ছাইয়ের সাহিত্য ঘোর৷ যাপনের কৃপণতা৷ শব্দনীতি৷ যাপন তো না হাহা…!

কবি চঞ্চল নাঈমের সম্পাদনার প্রকাশিত হলো শিল্প সাহিত্যের ছোটকাগজ ‘পেপারব্যাক’৷ আগস্টে (২০২১) প্রকাশিত প্রথম সংখ্যাটির প্রচ্ছদ করেছেন বিপ্রতীপ ধারার চিত্রশিল্পী মোজাই জীবন সফরী৷ সংখ্যাটির মূল্য ২০ টাকা৷

এ সংখ্যায় সূচিবদ্ধ হয়েছেন নাভিল মানদার, শিশির আজম, চঞ্চল নাঈম, আহমেদ মওদুদ, হিম ঋতব্রত, বঙ্গ রাখাল, আরেফিন অনু, তানজিন তামান্না, সাম্য রাইয়ান, অং মারমা, সিদ্দিক বকর, আমিনুর রহমান, বিপুল বিশ্বাশ, শফিক সেলিম, বিনয় কর্মকার ও সুনীল সোনা৷

উল্লেখ্যা সম্পাদক চঞ্চল নাঈম দীর্ঘদিন থেকে জঙশন, বিন্দু, দ্রষ্টব্য, প্রতিশিল্প, ওয়াকিং ডিসট্যান্স সহ বিভিন্ন ছোটকাগজে কবিতা ও গদ্য লিখছেন৷ ‘জঙশন’ থেকে তাঁর দুইটি কবিতার বই প্রকাশিত হয়েছে৷

Post a Comment

0 Comments