কবিতা করিডোর প্রচ্ছদ |
বারবিশা (ভারত) থেকে ৫ আগস্ট (২০২১) প্রকাশিত হল মাসিক অনলাইন সাহিত্য পত্রিকা ‘কবিতা করিডোর’ এর জুলাই সংখ্যা।
জানা গিয়েছে, শুভঙ্কর পালের সম্পাদনায় ৫ বছর ধরে নিয়মত প্রকাশিত হচ্ছে ‘কবিতা করিডোর’। এই রাজ্য ছাড়াও উত্তর-পূর্ব ভারত ও প্রতিবশী রাষ্ট্র বাংলাদেশের বিশিষ্ট লেখকদের লেখা প্রকাশিত হয় এই পত্রিকায়৷
‘কবিতা করিডোর’-এর সম্পাদক শুভঙ্কর পাল বলেন, ‘পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের ও বাংলাদেশের অনেক স্বনামধন্য ব্যক্তি নিয়মিত কবিতা করিডোরে লিখে চলেছেন। জুলাই সংখ্যায় মোট ৭৯ জন কবি, সাহিত্যিকের লেখা প্রকাশিত হয়েছে।”
সম্পাদকীয় বিভাগে সম্পাদক লিখেছেন, “জুলাই সংখ্যার জন্য অনেক অপেক্ষার রঙ মেখে সাজিয়ে তোলার চেষ্টা। ভালোবাসার স্পর্শ যেমন আছে আবার অনেকেরই লেখা না পাওয়ার দুঃখও আছে৷ এবার আর কথা নয়, পড়ুন আর মতামত দিয়ে সাথে থাকুন।”
সুবীর সরকার, অতনু বন্দ্যোপাধ্যায়, বিপ্লব গঙ্গোপাধ্যায়, গৌতম গুহরায়, শুভময় সরকার, মেঘ অদিতি, চিরঞ্জীব হালদার, মাধবী দাস, পাড়ি গুহনিয়োগী প্রমুখ বিশিষ্টজনেদের লেখায় জুলাই সংখ্যাটি সমৃদ্ধ হয়েছে। সকলের আশীর্বাদ ও সহযোগিতায় দিন দিন পাঠকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে কবিতা করিডোর।
সংখ্যাটি পড়তে এখানে ক্লিক করুন৷
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।