সকলকে শুভেচ্ছা৷ আপনাদের পাঠানো রিভিউগুলো আমি মনযোগ দিয়ে পড়েছি৷ সত্যিকার অর্থে, যতোটা না বিচার করার উদ্দেশ্য তার অধিক ছিলো নতুন লিখিয়েরা কোন বইকে কেমন চোখে দেখছেন, তা জানার কৌতুহল৷ হিজিবিজি ম্যাগাজিনকে ধন্যবাদ— বই নিয়ে এরকম আয়োজন করার জন্য৷ বই নিয়ে মানুষ কথা বলছে, একে অন্যকে জানাচ্ছে, এর ফলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বইয়ের কথা জানাজানি হচ্ছে একে অপরের মধ্যে, এ তো ভারি আনন্দের কথা!বই রিভিউগুলোর অধিকাংশে কয়েকটি কমন প্রবলেম চোখে পড়ছে, যার কারনে অধিকাংশ রচনাই বাদ পড়েছেঃ১৷ বইয়ে মুদ্রিত লেখক পরিচিতি, বইয়ের ব্লার্ব, লেখকের ও প্রকাশকের ভূমিকা হুবহু উদ্ধৃত করেই অনেকে কাজ সেরেছেন৷ রিভিউ লেখকের বক্তব্য বলতে শুধুই ছাপার মান, প্রচ্ছদ আর বাঁধাইয়ের প্রশংসা৷ এই ধরনের রচনাকে বই পরিচিতি বা বই বিবরণী বলা যেতে পারে৷২৷ কিছুক্ষেত্রে রিভিউকারী নিজের ব্যক্তিগত (পছন্দের) সংস্কারের উপর দাঁড়িয়ে বইয়ের বক্তব্যকে ‘বিচার’ করেছেন৷ ফলে বই পড়ার যে প্রধানতম কারন, সেটিই ব্যাহত হয়েছে৷ বই মানুষের চিন্তাকে প্রশস্ত করে, উদারনৈতিক হিসেবে গড়ে তোলে৷ কিন্তু তার জন্য পাঠককে মস্তিষ্কের দ্বার খুলে দিতে হয়৷ নইলে মস্তিষ্কে যে গুমোট ভাব তৈরি হবে তা অস্বাস্থ্যকর৷ এটা অনেকটা কাঠের চশমা চোখে দিয়ে সমুদ্রতীরে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার মতো ব্যাপার৷সাহিত্যের রিভিউকারীকে অবশ্যই উদার হতে হবে৷ নতুন জ্ঞানকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে৷ নইলে তা কূপমন্ডুকতায় পর্যবসিত হতে বাধ্য৷৩৷ লেখকের সাথে রিভিউকারীর ব্যক্তিগত সম্পর্কের কথা উঠে এসেছে রচনায়৷ এতে করে রিভিউটি যিনি পড়ছেন, তার কাছে রিভিউয়ের বিশ্বাসযোগ্যতা কমে যায়৷ মনে রাখতে হবে রিভিউ যখন লিখছি বইয়ের তখন সেই লেখক আমার যতোই চেনা কিংবা আত্মীয় হোন না কেন, তিনি ঐ মুহূর্তে শুধুই একজন লেখক৷ তার সাথে লেখক-পাঠক ব্যতীত অন্য সম্পর্ক নেই৷ এর ব্যাত্যয় হলে ব্যক্তিগত সম্পর্ক দ্বারা প্রভাবিত হবার সম্ভাবনা তীব্র হয়৷৪৷ কয়েকটি রিভিউ পড়ে মনে হয়েছে, এগুলো রিভিউ নয়, বইয়ের বিজ্ঞাপন৷ এগুলোকে বই পরিচিতি বা বই বিবরণী বলা যেতে পারে৷সকলের জন্য শুভকামনা।—সাম্য রাইয়ান, প্রতিযোগীতার বিচারক
মূলত উপরের কারণগুলোর উপর ভিত্তি করেই সাহিত্য ম্যাগাজিন ‘হিজিবিজি’ কর্তৃক আয়োজিত বই রিভিউ প্রতিযোগীতার সেরা ১০ জনকে নির্বাচন করা হয়েছে। এই ১০ জন হলেনঃ
প্রথম— অহর্নিশ রায়দ্বিতীয়— Yeasmina Parvinতৃতীয়— সাইফা শান্তাচতুর্থ— Subhajit Royপঞ্চম— Himadri Sharmaষষ্ঠ— Jinat Meherinসপ্তম— Nusrat Jannatঅষ্টম— Nasrin Akhter Moniনবম— Taslima Akter Shilpiদশম— Mounota Hossain
বিজয়ী সকলকে আগামী রবিবারের (৮ আগস্ট ২০২১) মধ্যে নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা হিজিবিজি ম্যাগাজিন ফেসবুক পেইজে মেসেজ করার অনুরোধ জানানো হয়েছে৷
বিজয়ী সকলে শুভেচ্ছা পুরস্কার হিসেবে পাবেনঃ
- গ্রন্থালোচনার ওয়েবসাইট গ্রন্থগত এর সৌজন্যে বই।
- Flipbazz এর সৌজন্যে ৩০০ টাকার গিফট ভাউচার, যা আপনার বই বা অন্য যেকোন পন্য কিনতে খরচ করতে পারবেন।
- নির্বাচিত ১০টি রিভিউ প্রকাশিত হবে গ্রন্থগত ওয়েবসাইটে এবং প্রথম ৩ টি লেখা প্রকাশিত হবে হিজিবিজি ম্যাগাজিন এর ফেব্রুয়ারি, ২০২২ (একুশে বইমেলা) সংখ্যায়৷
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।