‘জাতীয়-আন্তর্জাতিক কথাসাহিত্য’ বিষয়ে ‘কলিখাতা’ সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যা আসছে

কলিখাতা পত্রিকার সূচিপত্র

কলকাতা (ভারত) থেকে প্রকাশিত ‘কলিখাতা’ একটি শিল্প সাহিত্য কেন্দ্রিক, ষাণ্মাসিক পত্রিকা। বাংলা সাহিত্য পত্রিকায় নতুন আরেকটি নাম “কলিখাতা”। আজকের ছাত্র ও যুব সমাজ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সাহিত্য ও শিল্প কুশলতা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে। তাদের একত্রিত আওয়াজ হল “কলিখাতা”। সাধারণ এবং অসাধারণ প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম এই পত্রিকা। পুরনোর সাথে নতুনের মেলবন্ধনের প্রচেষ্টায় এই পত্রিকার আত্মপ্রকাশ।

সাহিত্যের সাথে শিল্পের মেলবন্ধন বহু পুরানো, সাহিত্যিক যেমন লেখার ছলে পাঠকের মানসপটে ফুটিয়ে তোলে বিমূর্ত কোন ছবি তেমনি একজন শিল্পীর শিল্পকর্ম হয়ে ওঠে প্রাণবন্ত এক কবিতা। এই পরিপূরকতা বজায় রাখার লক্ষ্যেই আমাদের সচেষ্ট পদক্ষেপ। ‘কলিখাতা’ প্রতিটি সংখ্যায় পাঠকদের কাছে তুলে ধরছে বিষয় ভিত্তিক গল্প ও প্রবন্ধ, কবিতা এবং চিত্রকলা। কলিখাতা যেমন কিছু বিখ্যাত সাহিত্যিক ও শিল্পীর কলম-তুলির ছোঁয়ায় ধন্য হয়েছে তেমনি নবজাগরিত কিছু শিল্পী-সাহিত্যিকের অবদানে হয়ে উঠেছে পরিপুষ্ট।

এবার নতুন সংখ্যা প্রকাশের ঘোষণা এলো কলিখাতার৷ সম্পাদক বিজয় দাশ (Bijoy Das) তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন,

বেশ অনেক দিনের একটা লম্বা ছুটি কাটিয়ে খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে, কলিখাতা পত্রিকা ।। বিশেষ সংখ্যা ।৷ জাতীয়-আন্তর্জাতিক কথাসাহিত্য৷ সকলকে অনেক ভালোবাসা৷

অনলাইনে কলিখাতা পড়তে এখানে ক্লিক করুন৷


Post a Comment

0 Comments