প্রকাশিত হলো একাল পত্রিকার কবিতা সংখ্যা

আগস্ট ২০২২-এ কুড়িগ্রাম থেকে প্রকাশিত হয়েছে জুলকারনাইন স্বপন সম্পাদিত শিল্প-সাহিত্যের কাগজ ‘একাল’ এর চতুর্থ সংখ্যা৷ এবছর ফেব্রুয়ারিতে পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়৷

খোন্দকার নিপনের প্রচ্ছদে বর্তমান সংখ্যাটিতে কবিতা লিখেছেন মিজান খন্দকার, সৈয়দ সাখাওয়াৎ, আশীষ বকসী, খোন্দকার নিপন, শুভ্র সরখেল, তানজিন তামান্না, ফেরদৌস লিপি, শামীম সৈকত, আদিবা নুসরাত, হিম ঋতব্রত ও জরীফ উদ্দীন৷

এছাড়াও সাম্য রাইয়ান কর্তৃক গৃহীত কবি জিললুর রহমানের সাক্ষাৎকার এ সংখ্যার বিশেষ আকর্ষণ৷
প্রতি সংখ্যার ন্যায় এবারো রয়েছে একাল সম্মান বিভাগ৷ এই সংখ্যায় সম্মাননা জানানো হয়েছে লেখক অধ্যাপক তপন কুমার রুদ্রকে (১ জুলাই ১৯৫০–২ জানুয়ারি ২০১৬)৷

এক ফর্মা কাগজটির মূল্য ২০ টাকা৷

Post a Comment

0 Comments