মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২৩ এর জন্য বই আহ্বান

কবি মিজান খন্দকার

বাংলা সাহিত্যে মিজান খন্দকারের অবস্থানকে স্মরণীয় করে রাখতে ‘তীব্র কুড়িগ্রাম’ সাহিত্যপত্রের উদ্যোগে ২০২২-এ প্রবর্তন করা হয়েছে ‘মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ সহ মৌলিক গবেষণা ও অনুবাদকর্মের জন্য একজন লেখককে বাৎসরিক এই পুরস্কার প্রদান করা হবে। কুড়িগ্রাম জেলায় জন্ম নেয়া তরুণ লেখকগণকে অমরলোকের স্বপ্ন দেখাবে ‘মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’। গত বছরের ন্যায় এবছরও কবি মিজান খন্দকারের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হবে একজন লেখকের হাতে৷ এজন্য নিচের নিয়মাবলী মেনে এক কপি বই পাঠাতে অনুরোধ করা হয়েছে পত্রিকাটির পক্ষ থেকে৷

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২৩ এর নিয়মাবলী:
■ বইয়ের বিষয়: সৃজনশীল রচনা (কবিতা, গল্প, উপন্যাস, মুক্তগদ্য, প্রবন্ধ ইত্যাদি), মৌলিক গবেষণা, অনুবাদ ও সম্পাদনা।

■ কুড়িগ্রাম জেলার যে কোন উপজেলায় জন্মগ্রহণকারী লেখক বই জমা দিতে পারবেন।

■ ০১-০১-২০২০ থেকে ৩০-০৬-২০২৩ সালের মধ্যে প্রকাশিত বইয়ের প্রথম সংস্করণ ‘মিজান খন্দকার সাহিত্য পুরস্কার- ২০২৩’ এর মনোনয়নের জন্য গৃহীত হবে।

■ ১৮ থেকে ৪০ বৎসর (২০২৩-এ) বয়সী লেখকগণ পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

■ ৩০ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে 'তীব্র কুড়িগ্রাম' এর ঠিকানায় এক কপি গ্রন্থ জমা দিতে হবে।

বই জমা দেয়ার ঠিকানা:
সুশান্ত বর্মণ
সহকারী অধ্যাপক
বাংলা বিভাগ, কুড়িগ্রাম সরকারী মহিলা কলেজ, কুড়িগ্রাম।
ফোন: 01761845050

Post a Comment

0 Comments