কবি ভাস্কর চক্রবর্তী স্মরণ-সন্ধ্যা


আজ ২৩ শে জুলাই৷ প্রিয় কবি ভাস্কর চক্রবর্তীর প্রয়াণ দিবস৷ এই একজন কবি, জীবদ্দশায় বাংলাভাষা তাঁকে কোনো পুরষ্কার দিয়ে উঠতে পারে নি, অথচ আজ যাঁর কবিতা, কবিতার অজস্র লাইন তরুণ কবিদের মুখে মুখে ফেরে৷  আমাদের সবাইকার শার্টের বুকপকেটে রয়ে গেছে ভাস্করদার কবিতা৷ সত্যিকারের ভালো কবিতাকে যে দাবিয়ে রাখা যায় না, কবির মৃত্যুর পর তাঁর কবিতা যে শ্মশানের চিতা থেকে ছাই ঘেঁটে উঠে আসে, ভাস্করদার কবিতা আমাদের আরো একবার সেই চিরন্তন সত্যটা মনে করিয়ে দেয়৷ যতদিন বেঁচে ছিলেন, তিনি ছিলেন বাংলা কবিতার প্রিয় দেবদূত৷ গির্জার মোমবাতির মতো সৎ, শান্ত ও বিষণ্ণ৷ নক্ষত্রের আলো এসে পড়তো বরানগরে তাঁর লেখার ঘর নির্জন চিলেকোঠায়৷ চার্মিনারের ধোঁয়া পাক খেতে খেতে উঠে, দেয়ালে গ্রাফিত্তির মতো লিখে দিয়ে যেত : কে চায় বিখ্যাত হতে, গান বাজনা হোক / চড়ুই তোমার ভাষা আজ, শেখাও আমাকে...
আজ তাঁর প্রয়াণ দিবসে প্রত্যেক বছর বৃষ্টি হয় অঝোর ধারায়৷ আজ সেই অশ্রুপাতের সঙ্গে আমাদের কবিতার শব্দরাও ঝরে পড়ুক৷
দেখা হবে ভালোবাসা, বেদনায়...

[শাশ্বত গঙ্গোপাধ্যায়ের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া৷]

Post a Comment

0 Comments