কবি নূরুল হক আর নেই!


করোনা এবার কেড়ে নিল বীর মুক্তিযোদ্ধা কবি নূরুল হকের প্রাণ। বৃহস্পতিবার (২২ জুলাই ২০২১) বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি ঢাকায় মারা গেছেন। মৃত্যুকালে মুক্তিযোদ্ধা কবি নূরুল হকের বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি নেত্রকোনা সরকারি কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ) হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

প্রিয় শিক্ষকের মৃত্যুতে নেত্রকোনায় নেমে এসেছে শোকের ছায়া।

কবি নূরুল হক মদন উপজেলার বালালী গ্রামে ১৯৪৪ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর পাস করেন। ষাটের দশকে কবিতা লেখা শুরু করলেও মাঝে দীর্ঘ বিরতি দিয়ে আশির দশক থেকে ফের লেখালেখি শুরু করেন।

কবির কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে, ‘শাহবাগ থেকে মালোপাড়া’, ‘সব আঘাত ছড়িয়ে পড়েছে রক্তদানায়’, ‘একটি গাছের পদপ্রান্তে’, ‘মুক্তিযুদ্ধের অসমাপ্ত গল্প ও অন্যান্য কবিতা’, ‘এ জীবন খসড়া জীবন’।

Post a Comment

0 Comments