হিমেল বরকত কবিতা পুরস্কার-২০২০ পেলেন কবি মোস্তফা হামেদী। রোববার সহজিয়া ওয়েব ম্যাগাজিন এ পুরস্কার ঘোষণা করে। সদ্য প্রয়াত কবি হিমেল বরকত স্মরণে এ বছরই প্রথম এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
সহজিয়ার সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সুমন সাজ্জাদ বলেন, ২০২০ সালে প্রকাশিত কবিতার বই থেকে মোস্তফা হামেদীর ‘শেমিজের ফুলগুলি’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
এ বছর নির্বাচকমণ্ডলীর সদস্য ছিলেন কবি ও কথাসাহিত্যিক রায়হান রাইন, কবি জফির সেতু ও প্রাবন্ধিক অধ্যাপক মোহাম্মদ আজম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কবি হিমেল বরকত হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত বছর ২২ নভেম্বর মৃত্যু বরণ করেন। তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই।
‘চোখে ও চৌদিকে’, ‘দশমাতৃক দৃশ্যাবলি’ এবং ‘বৈশ্ববিদ্যালয়’ কবি হিমেল বরকতের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ‘আদিবাসী কাব্যসমগ্র’, ‘চন্দ্রাবতীর রামায়ণ’ ও ‘প্রাসঙ্গিক পাঠ’ তার সম্পাদিত বই। এ ছাড়া ‘প্রান্তস্বর’ এবং ‘প্রান্তভাবনা’ নামের কবির দুটি উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ রয়েছে। সম্প্রতি তিনি বাংলা পথ কবিতাবিষয়ক একটি গবেষণাকর্ম সম্পাদন করেছেন। বিজ্ঞপ্তি।
আরও পড়ুন:
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।