প্রকাশিত হলো শুভংকর গুহ-র বই ‘বিয়োর’ এর দ্বিতীয় সংস্করণ৷ এ প্রসঙ্গে লেখক তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন,
২০০৮ সালের কলকাতা বইমেলার মাঠে প্রথম দেখা শ্রদ্ধেয় সাহিত্যিক প্রফুল্ল রায়ের সঙ্গে। পরিচয় করিয়ে দিয়েছিলেন শ্রদ্ধেয় প্রয়াত অগ্রজ কথাকার শচীন দাস। সেই সময় বিয়োর প্রথম পর্ব প্রকাশিত হয় নন্দন পত্রিকায় নাম ছিল ‘ঋতুবাঁকের উপকথা’। প্রফুল্ল রায় আমাকে সেদিন বলেছিলেন প্রথম পর্ব আটকে থাকা নয় - এই লেখা তোমাকে যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। আমি তাঁর আশীর্বাদ নিয়ে দীর্ঘ পথ হাঁটা শুরু করেছিলাম। বারে বারে ছুটে গেছিলাম মুর্শিদাবাদের নবগ্রামে। ২০১১ সালের বইমেলায় প্রকাশিত হল বিয়োর।
তিনি আরো লিখেছেন,
প্রিয় পাঠকের আশীর্বাদে বিয়োর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হল। সামান্য এই লেখক জীবনে পাঠক গবেষক ও অধ্যাপকদের এই ভালোবাসা অনন্য পুরস্কার।
উল্লেখ্য, বিয়োর পাওয়া যাচ্ছে করুণা প্রকাশনীর দপ্তরে। পাবেন-
কৃষ্ণেন্দু মুখার্জী - চলমান - 8777534947
করুণা প্রকাশনী -
১৮ এ টেমার লেন কলকাতা - ৭০০ ০০৯
অন লাইন বাড়িতে বসে পেয়ে যাবেন :
দে'জ পাবলিশিং - ওয়াও নম্বর - 7605010760
বিজয় দাস ওয়াও নম্বর - 8910870957
মালদা পুনশ্চ (প্রীতম বসাক) - 9851785452
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।