কবি কামরুল কমলের ‘লিটমাস আগুনের লণ্ঠন’ কাব্যগ্রন্থটি সম্পর্কে দুটি কথা: প্রথমত: প্রথাগত কাব্য ডিকশন দিয়ে এই কবিতার রস আহরোন দুরূহ। দ্বিতীয়ত: ওর শাদাটে কাব্যআগুনের চিত্ত তপ্ত করতে হলে থাকতে হবে জহুরির চোখ। কান থাকতে হবে ‘ মৌন বাড়িটির গোপন চিকন চিৎকার’ শোনার। তবেই ঠোঁটের কোণে ‘উঁচু পাহাড়ে দাঁড়িয়ে--- একটি স্থির ও দীর্ঘশ্বাস, বুনো গন্ধ সবুজ বাতাস, সরল ও সাহসী, শব্দহীন হাসি’। পাঠক খুঁটে নিন সেই মৌন চিৎকার ও শব্দহীন হাসি।
লিটমাস আগুনের লণ্ঠন বইটি প্রকাশ করেছে জেব্রাক্রসিং প্রকাশনা। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। আর বইটির গায়ের দাম ১২০ টাকা।
সংগ্রহ করতে চলে আসুন চর্যাপদ পাঠকের রেস্তোরাঁ, অথবা কুরিয়ারে পেতে পারেন এই নাম্বারে যোগাযোগ করুন: 01942755433
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।