প্রকাশিত হল অনলাইন সাহিত্য পত্রিকা ‘আলোপৃথিবী’র আগস্ট সংখ্যা

আলোপৃথিবী পত্রিকার সূচিপত্র

শুভদীপ সেনশর্মা ও মৌমিতা পালের সম্পাদনায় প্রকাশিত হয়েছে অনলাইন সাহিত্য পত্রিকা ‘আলোপৃথিবী’র আগস্ট (২০২১) সংখ্যা৷ বেশ কয়েক মাস থেকে পত্রিকাটি নবরূপে প্রতি মাসের তিন তারিখ প্রকাশিত হচ্ছে৷

এবারের সংখ্যার সম্পাদকীয়তে সম্পাদকদ্বয় লিখেছেন,

শব্দ ও শব্দহীনতা দুই’ই তুচ্ছ উন্মাদের কাছে। সাধকের কাছেও। তবু কবিতা এমনই এক সাধনা যেখানে মানুষ আড়াল নেয় শব্দ ও শব্দহীনতার ব্যালেন্সের কাছে। কবি রবার্ট ফ্রস চেয়েছিলেন সমস্ত অলংকার খসিয়ে কবিতা লাভ করবে সারল্যের ঐশ্বর্যময়ী নগ্নতা। শব্দ ব্রহ্ম। শব্দহীনতা কোনো শূন্যতা নয়, এও ব্রহ্মাণ্ডের অনন্ত স্বরূপ। শব্দ কবিতায় এমন এক স্বরূপ, যেখানে আতিশয্যের কোনো প্রয়োজন নেই। শব্দ ও শব্দহীনতার সাধনা সঠিক হলে কবিতা দাঁড় করিয়ে দেয় ঈশ্বরের মুখোমুখি।

সংখ্যাটি পড়তে এখানে ক্লিক করুন৷

Post a Comment

0 Comments