মোশতাক আহমদ রচিত আবুল হাসান-এর জীবনীভিত্তিক ডকু-ফিকশনে ইতিহাস বিকৃতি


সম্প্রতি মোশতাক আহমদ রচিত আবুল হাসান-এর জীবনীভিত্তিক ডকু-ফিকশন ‘ঝিনুক নীরবে সহো’ বইয়ের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে৷ গত কয়েকদিন থেকেই অনলাইনে অনেক লেখককে এ ব্যাপারে প্রতিবাদমুখর হতে দেখা গেছে৷ মোশতাক আহমদ রচিত এ বইটি প্রকাশ করেছে পেণ্ডুলাম প্রকাশনী৷


২৭ জুলাই (২০২১) প্রকাশনীর ফেসবুক পেজ থেকে বিবৃতি প্রদান করে ক্ষমা চেয়েছেন পেণ্ডুলামের প্রকাশক৷ ২৮ জুলাই প্রথম আলো ও New Age পত্রিকায় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে প্রকাশনীটি৷ বিবৃতিটি নিচে হুবহু উদ্ধৃত করা হলোঃ

সম্মানিত গ্রাহক 
পেন্ডুলাম পাবলিশার্স থেকে প্রকাশিত মোশতাক আহমদ এর লেখা  ‘ঝিনুক নীরবে সহো’ কবি আবুল হাসানের জীবনভিত্তিক ডকু-ফিকশন বইটির ভূমিকা লেখেন জাকির তালুকদার,  ভূমিকাতে ভুল তথ্য প্রদানের জন্য প্রকাশনীর পক্ষ থেকে আমরা আন্তরিক ভাবে দুঃখিত। পেন্ডুলামের জন্য  ভুলটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। শীঘ্রই ভুল সংশোধন করে বিভ্রান্তি-হীন বই আপনার কাছে পৌঁছে দেয়া হবে। 

দৃষ্টি আকর্ষণঃ বাতিঘর থেকে যারা বইটি সংগ্রহ করেছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনাদের ঠিকানা আমাদের পেইজ-এ ইনবক্স করুন। অথবা বাতিঘর এর ফেসবুক পেইজ এ আপনার ঠিকানা জানিয়ে রাখুন। আমরা দ্রুত আপনার কপিটি বদলে দিব।
উল্লেখ্য, রাজীব দত্তর প্রচ্ছদে ৩২০ পৃষ্ঠার এ বইটির মূল্য ৬৪০ টাকা৷

Post a Comment

1 Comments

  1. ভূমিকাতে কি ভুল তথ্য ছিল, তা জানালে খবরটি আরও তথ্যবহ হতো।

    ReplyDelete

মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।