প্রকাশিত হলো বিন্দুর অক্টোবর সংখ্যা

প্রতি মাসের ৫ তারিখ প্রকাশিত হচ্ছে অনলাইন লিটল ম্যাগাজিন বিন্দু৷ অক্টোবরের ৫ তারিখ প্রকাশিত হলো ১২তম সংখ্যা৷ এবারের আয়োজনে থাকছে ১৭জন কবির দু’টি করে কবিতা, দুইজন গল্পকারের দুইটি ছোটগল্প, শামশের আনোয়ারের কবিতা বিষয়ক প্রবন্ধ, দশকথা বিভাগে কবি ও চিত্রশিল্পী নির্ঝর নৈঃশব্দ্য'র সাক্ষাৎকার এবং লিটল ম্যাগাজিন মুভমেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জিললুর রহমানের ধারাবাহিক আত্মজীবনীর সতেরতম পর্ব। এছাড়া, বর্তমান সংখ্যা থেকে চালু হচ্ছে তিনটি নিয়মিত কলামপ্রবন্ধ। যথাক্রমে চঞ্চল নাঈমের কবিতাজঙশন, মাহফুজুর রহমান লিংকনের জার্নাল এবং হিম ঋতব্রত’র প্রিয় কবিতার আলোচনা। কবি চঞ্চল নাঈম প্রতি মাসে একজন লেখক প্রসঙ্গে আলোচনা লিখবেন, তুলে ধরবেন তার ভাবনা। এ মাসে তিনি লিখেছেন কবি শহীদ কাদরীকে নিয়ে। মাহফুজুর রহমান লিংকন তাঁর জার্নালে তুলে আনবেন সমকালীন সাহিত্য-দর্শন ও একজন কবির যাপনপ্রণালী। হিম ঋতব্রত প্রতি মাসে একটি প্রিয় কবিতা নিয়ে আলোচনা করবেন। এ মাসে তার কলমে উঠে এলো জীবনানন্দ দাশের কবিতা। আশা করি নতুন তিনটি নিয়মিত বিভাগের যুক্ততা পাঠককে নতুন ভাবনাবিশ্বের সন্ধান দিতে সক্ষম হবে।
আর আছে এক বিশেষ সংযোজন, পুনঃপাঠ। কিছুদিন এই বিভাগটি বন্ধ থাকলেও এ মাস থেকে আবার নিয়মিতরূপে চালু হলো। এ মাসে পুনঃপ্রকাশ করা হলো সুবিমল মিশ্রর এন্টিগল্প ‘বাব্বি’।

• সংখ্যাটি পড়তে এখানে ক্লিক করুন৷


Post a Comment

0 Comments