প্রকাশিত হলো অনলাইন লিটল ম্যাগাজিন বিন্দুর সেপ্টেম্বর'২১ সংখ্যা | Little magazine movement

সাধুর শক্তি সততায়, কবির শক্তি কবিতায়৷
আরাধনার মতো সেই শক্তির বিকাশ ঘটাতে হয়৷ লেখাই লেখকের প্রধানতম একটিভিজম৷ লেখকজীবনের প্রধান কথা৷ আর সেই লেখাই আমাদের প্রধান আরাধ্য৷
এই সম্পাদকীয় ভাষ্য নিয়ে প্রকাশিত হলো বাংলাদেশের অন্যতম লিটল ম্যাগাজিন বিন্দুর অনলাইন সংস্করণ www.bindumag.com

সেপ্টেম্বরের দশ তারিখ (২০২১) রাজীব দত্তের প্রচ্ছদে প্রকাশিত হয় সংখ্যাটি৷ এবারের আয়োজনে থাকছে বারোজন কবির দু'টি করে কবিতা, দুইজন গল্পকারের দুইটি ছোটগল্প, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের শেষ সাক্ষাৎকার এবং প্রতীকবাদী কবিতা আন্দোলনকে প্রভাবকারী একজন গুরুত্বপূর্ণ কবি পল ভেরলেনের একগুচ্ছ কবিতার অনুবাদ এবং লিটল ম্যাগাজিন মুভমেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জিললুর রহমানের ধারাবাহিক আত্মজীবনীর ষোলতম পর্ব৷ উল্লেখ্য, এই মাস থেকে প্রতি মাসে অনলাইন সংস্করণের নতুন সংখ্যা প্রকাশিত হবে বলে বিন্দুর পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে৷

নিচে সম্পূর্ণ সূচিপত্র তুলে ধরা হলো সংখ্যাটির:

ক বি তা  

আহমেদ নকীব, নাভিল মানদার, আহমেদ মওদুদ, সব্যসাচী মজুমদার, চঞ্চল নাঈম, হিম ঋতব্রত, তানজিন তামান্না, বাদল ধারা, মৃন্ময় চক্রবর্তী, শামীম সৈকত, তুষার ভট্টাচার্য, সামিউল আজিম

অ নু বা দ

পল ভেরলেন ও তাঁর কবিতা : মলয় রায়চৌধুরী

সা ক্ষা ৎ কা র

বীরেন্দ্র চট্টোপাধ্যায়

ছো ট গ ল্প

অভিজিৎ বসু, অসীম নন্দন

ধা রা বা হি ক  গ দ্য

জিললুর রহমানের আত্মজীবনী

সংখ্যাটি পড়তে এখানে ক্লিক করুন৷

Post a Comment

0 Comments