সাধুর শক্তি সততায়, কবির শক্তি কবিতায়৷আরাধনার মতো সেই শক্তির বিকাশ ঘটাতে হয়৷ লেখাই লেখকের প্রধানতম একটিভিজম৷ লেখকজীবনের প্রধান কথা৷ আর সেই লেখাই আমাদের প্রধান আরাধ্য৷
সেপ্টেম্বরের দশ তারিখ (২০২১) রাজীব দত্তের প্রচ্ছদে প্রকাশিত হয় সংখ্যাটি৷ এবারের আয়োজনে থাকছে বারোজন কবির দু'টি করে কবিতা, দুইজন গল্পকারের দুইটি ছোটগল্প, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের শেষ সাক্ষাৎকার এবং প্রতীকবাদী কবিতা আন্দোলনকে প্রভাবকারী একজন গুরুত্বপূর্ণ কবি পল ভেরলেনের একগুচ্ছ কবিতার অনুবাদ এবং লিটল ম্যাগাজিন মুভমেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জিললুর রহমানের ধারাবাহিক আত্মজীবনীর ষোলতম পর্ব৷ উল্লেখ্য, এই মাস থেকে প্রতি মাসে অনলাইন সংস্করণের নতুন সংখ্যা প্রকাশিত হবে বলে বিন্দুর পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে৷
নিচে সম্পূর্ণ সূচিপত্র তুলে ধরা হলো সংখ্যাটির:
ক বি তাআহমেদ নকীব, নাভিল মানদার, আহমেদ মওদুদ, সব্যসাচী মজুমদার, চঞ্চল নাঈম, হিম ঋতব্রত, তানজিন তামান্না, বাদল ধারা, মৃন্ময় চক্রবর্তী, শামীম সৈকত, তুষার ভট্টাচার্য, সামিউল আজিমঅ নু বা দপল ভেরলেন ও তাঁর কবিতা : মলয় রায়চৌধুরীসা ক্ষা ৎ কা রবীরেন্দ্র চট্টোপাধ্যায়ছো ট গ ল্পঅভিজিৎ বসু, অসীম নন্দনধা রা বা হি ক গ দ্যজিললুর রহমানের আত্মজীবনী
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।