সম্প্রতি বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। করোনা পরিস্থিতিতে কারণে ভার্চুয়াল সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীকে সভাপতি ও শিশুসাহিত্যিক সোহেল মল্লিককে সাধারণ সম্পাদক করে ২০২০-২০২২ বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়। ৩১ সদস্যের কার্যকরী কমিটি ছাড়াও ৩৩ সদস্যের উপদেষ্টা কমিটি করা হয়েছে উক্ত সভায়।
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন : আলী ইমাম, ফরিদুর রেজা সাগর, ইমদাদুল হক মিলন, মুস্তাফা মাসুদ, লুৎফর রহমান রিটন, আসলাম সানী, আমীরুল ইসলাম, খালেক বিন জয়েনউদদীন, সুজন বড়ুয়া, আনিসুল হক, আহমেদ জসীম, ফারুক নওয়াজ, ফারুক হোসেন, আহমাদ মাযহার, মোস্তফা হোসেইন, খন্দকার মাহমুদুল হাসান, ইসহাক খান, জাহাঙ্গীর আলম জাহান, উৎপল কান্তি বড়ুয়া, শাহেদ ইকবাল, মারুফুল ইসলাম, পাশা মোস্তফা কামাল, নাজমুন নেসা পিয়ারী, তাহমিনা কোরাইশী, দিলারা মেসবাহ, রিফাত নিগার শাপলা, আশরাফুল আলম পিনটু, রাশেদ রউফ, তপংকর চক্রবর্তী, ধ্রুব এষ, স ম শামসুল আলম, মাহবুব রেজা এবং আনজীর লিটন।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন : সভাপতি- হুমায়ূন কবীর ঢালী, সহ-সভাপতি যথাক্রমে মিজানুর রহমান কল্লোল, এম আর মনজু ও প্রণব মজুমদার, সাধারণ সম্পাদক- সোহেল মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক- শাহনেওয়াজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে ইমরান পরশ, আরিফ নজরুল ও মামুন সারওয়ার, অর্থ সম্পাদক- মোকারম হোসেন, সাংগঠনিক সম্পাদক- শায়লা রহমান তিথি, সহ-সাংগঠনিক সম্পাদক যৌথভাবে আ ফ ম মোদাচ্ছের আলী ও শ্যামলী খান, দপ্তর সম্পাদক- নাদিরা খানম, প্রচার সম্পাদক- বাপ্পি সাহা, সহ-প্রচার সম্পাদক যৌথভাবে ওমর ফারুক নাজমুল ও মাহবুব সেতু, প্রকাশনা সম্পাদক- গোলাম নবী পান্না, সেমিনার, ওয়ার্কশপ ও গ্রন্থাগার সম্পাদক- কামাল হোসাইন, সহ-সেমিনার, ওয়ার্কশপ ও গ্রন্থাগার সম্পাদক- নাফে নজরুল, আন্তর্জাতিক শিশুসাহিত্য বিষয়ক সম্পাদক- সাহিদা শিল্পী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক- কাজী মোহিনী ইসলাম, সহ সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক যৌথভাবে ইউনুস আহমেদ ও আমিনুল ইসলাম মামুন এবং শিশু প্রতিনিধি অনন্য যারিফ আকন্দ।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মনি হায়দার, শিবুকান্তি দাস, চন্দনকৃষ্ণ পাল, সোহাগ সিদ্দিকী, মালেক মাহমুদ এবং শারমিন সুলতানা রিনা।
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।