কবি অনুপ চণ্ডালের জন্মদিন

ছবি সৌজন্যেঃ www.bindumag.com

জন্ম: ৭ই ভাদ্র, ১৩৮০ বঙ্গাব্দ
গ্রাম: গোবিন্দপুর, ডাকঘর: সুন্দলী
উপজেলা: অভয়নগর, জেলা: যশোর৷

অতি-শৈশবে সাহিত্য-শিল্প অনুপ্রেরণা ও জীবনদৃষ্টিলাভ একমাত্র মামা বিধান চন্দ্র মল্লিকের কাছে।

শিক্ষা:
প্রাথমিক: ১৯৮৩ সালে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অভয়নগর, যশোর থেকে প্রাথমিক শিক্ষা সমাপন
মাধ্যমিক: ১৯৮৯ সালে মাশিয়াহাটী উচ্চ বিদ্যালয়, অভয়নগর, যশোর থেকে মাধ্যমিক শিক্ষা সমাপন
উচ্চ মাধ্যমিক: সরকারি বি এল কলেজ, দৌলতপুর, খুলনা
বি এ (অনার্স), এম এ (ইংরেজি): সরকারি বি এল কলেজ, দৌলতপুর, খুলনা

শিক্ষকতা: ২০০২ থেকে চলমান। প্রতিষ্ঠান— সিঙ্গিয়া আদর্শ কলেজ, সদর, যশোর

প্রকাশিত কাব্যগ্রন্থ:
বহি চলে নীল — নামশূন্য (২০০৬, প্রতিশিল্প); গার্হস্থ্য (২০০৯, প্রতিশিল্প); সকলি সমাধিলিপি (২০১৫, উলুখড়); রসস্তব (২০১৫, প্রতিশিল্প); HAIKU IN AUTUMN DAYS (২০১৫, প্রতিশিল্প); কেউ তবে গাহিতেছে গান — ভ্রমাকুল (২০১৭, সুজিৎ কুমার মণ্ডল); দহকথা দাহকথা অথবা যে অপ্রিয় জল (২০১৮, সুজিৎ কুমার মণ্ডল); কথা রূপ রাতিয়া (২০১৯, প্রাণগ্রাম)

•  অনুপ চণ্ডালের লেখা দুইটি প্রবন্ধঃ

•  অনুপ চণ্ডালের কবিতা পড়তে এখানে ক্লিক করুন

Post a Comment

0 Comments