শামসুল কিবরিয়ার সম্পাদনায় প্রকাশিত হলো ‘বইকথা’

বইকথা চতুর্থ সংখ্যার প্রচ্ছদ
গত ২৪ আগস্ট ২০২২ (বুধবার) তারিখ সিলেটের জিন্দাবাজারে বুনন প্রকাশন কার্যালয়ে গল্পকার অধ্যাপক শামসুল কিবরিয়া সম্পাদিত বই আলোচনা বিষয়ক পত্রিকা ‘বইকথা’র চতুর্থ সংখ্যার পাঠ উন্মোচন করা হয়েছে৷

‘বইকথা’ পাঠ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, বুনন প্রকাশক ও সম্পাদক কবি অধ্যাপক খালেদ উদ-দীন, বইকথা সম্পাদক অধ্যাপক গল্পকার শামসুল কিবরিয়া, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আল-আমিন, কবি জাকির মোহাম্মদ, সুফি আকবর, আব্দুস সামাদ প্রমুখ।
 
উল্লেখ্য, এটি ‘বইকথা’র চতুর্থ সংখ্যা। এ সংখ্যার গদ্য বিভাগে ‘বিলাসী’ গল্প প্রসঙ্গে আলোচনা লিখেছেন ইমরান মজুমদার, সত্যেন সেনের ‘বিদ্রোহী কৈবর্ত’ বইটির আলোচনা লিখেছেন মেহেদী ধ্রুব, পুঁথি সাহিত্য প্রসঙ্গে লিখেছেন তৌফিকুল ইসলাম চৌধুরী, সোমনাথ বেনিয়ার চারটি কবিতার বই নিয়ে লিখেছেন তৈমুর খান এছাড়াও গ্রন্থ পর্যালোচনা প্রসঙ্গে ড. কুর্ট হ্যাকেমারের ভাবনা অনুবাদ করেছেন সুশান্ত বর্মণ৷

বই আলোচনা বিভাগে শ্রীকৃষ্ণচৈতন্য মুখোপাধ্যায় অনূদিত ‘ফা-হিয়ানের দেখা ভারত’ বইটির আলোচনা লিখেছেন সুশান্ত বর্মণ, মুহম্মদ নুরুল হুদার ‘জন্মজাতি মৈনপাহাড়’ বইয়ের আলোচনা লিখেছেন কাজী লাবণ্য, মাসুদুজ্জামানের ‘রবীন্দ্রনাথ প্রাচ্যবাদ ও অন্যান্য’ বইয়ের আলোচনা লিখেছেন মাইনুল ইসলাম মানিক, শাহাদুজ্জামানের ‘কয়েকটি বিহ্বল গল্প’ বইয়ের আলোচনা লিখেছেন অনন্ত নিগার, জাকির তালুকদারের ‘রক্তমাখা চাঁদের আলো’ বইয়ের আলোচনা লিখেছেন নুসরাত সুলতানা, আকমল হোসেন নিপুর ‘হলুদ পাখির ডাক অথবা অন্ধকারের নদী’ বইয়ের আলোচনা লিখেছেন জাকির মোহাম্মদ, হাসান অরিন্দমের ‘গলে পড়ছে সময়ের মোম’ বইয়ের আলোচনা লিখেছেন মিনহাজ শোভন, নাহিদা আশরাফীর ‘জাদুর ট্রাংক ও বিবর্ণ বিষাদেরা’ বইয়ের আলোচনা লিখেছেন সৌর শাইন, সাম্য রাইয়ানের ‘লিখিত রাত্রি’ বইয়ের আলোচনা লিখেছেন সব্যসাচী মজুমদার, রহিম ইবনে বাহাজের ‘দূর্বাজীবন’ বইয়ের আলোচনা লিখেছেন এনাম রাজু, হানিফ রাশেদীনের ‘শেকলের নূপুর’ বইয়ের আলোচনা লিখেছেন সালেহা সুলতানা, সালাম তাসিরের ‘ছায়াবৃত্তে অশনিসংকেত’ বইয়ের আলোচনা লিখেছেন আশ্রাফ বাবু৷

এছাড়াও ছোটকাগজ বিভাগে বাংলাদেশের অন্যতম লিটল ম্যাগাজিন ‘বিন্দু’ প্রসঙ্গে আলোচনা লিখেছেন অনুপ মুখোপাধ্যায়৷

আল নোমানের প্রচ্ছদে প্রায় পাঁচ ফর্মা এ সংখ্যাটির দাম মাত্র ৫০টাকা৷

Post a Comment

0 Comments