বিন্দুর ১৫তম অনলাইন সংখ্যা প্রকাশিত হলো

অনলাইন লিটল ম্যাগাজিন বিন্দু ৷ ১৫তম সংখ্যা

বাঙলা ভাষার অন্যতর লিটল ম্যাগাজিন ‘বিন্দু’র ১৫তম অনলাইন সংখ্যা প্রকাশিত হয়েছে৷ ৬ জুলাই সন্ধ্যা ৭টায় বিন্দুর ওয়েবসাইট www.bindumag.com এ সংখ্যাটি প্রকাশিত হয়েছে৷ জানা গেছে, ইদের আগে প্রকাশিত হলেও, সংখ্যাটি ইদ সংখ্যা নয়৷ কারন বিন্দুর সম্পাদকীয় ঘোষণা মতে, বিন্দু কোনো ধর্মীয় উৎসব সংখ্যা প্রকাশ করে না৷

এবারের আয়োজনে ছোটোগল্প লিখেছেন অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়, প্রমিথ রায়হান, রোমেল রহমান; মুক্তগদ্য লিখেছেন বৈশাখী নার্গিস, শামসুল কিবরিয়া, হোসাইন মাইকেল, সোমনাথ বেনিয়া, নিলয় নন্দী; লোরকার কবিতার অনুবাদ করেছেন অভিজিৎ বসু, জেন গল্প অনুবাদ করেছেন নুসরাত জাহান; কবি শ্বেতা চক্রবর্তীর কবিতা প্রসঙ্গে প্রবন্ধ লিখেছেন ঋতো আহমেদ; কবিতা লিখেছেন তানজিন তামান্না, মারুফা মিতা, সায়ন্তনী হোড়, সাম্য রাইয়ান, ফেরদৌস লিপি, আরণ্যক টিটো,  শ্রী দেব, রাশেদুন্নবী সবুজ, আহমেদ মওদুদ, শুভ্র সরখেল, দেবাশীষ ধর, শামীম সৈকত, শাশ্বত শুভ, হিম ঋতব্রত, ইহসান মাজ, খান আলাউদ্দিন, অসীম নন্দন, অয়ন আবদুল্লাহ, কৌশিক সেন, সুমন সৈকত, ইন্দ্রজিৎ নন্দী, সব্যসাচী মজুমদার ও সৈয়দ সাখাওয়াৎ; এছাড়াও ধারাবাহিক বিভাগে আছে জিললুর রহমানের আত্মজীবনী ‘কোরাকাগজের খেরোখাতা’র ২২তম পর্ব৷
সাম্য রাইয়ান সম্পাদিত ও রাশেদুন্নবী সবুজ কর্তৃক প্রকাশিত সংখ্যাটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত৷

Post a Comment

0 Comments