প্রকাশিত হলো সাহিত্যের আলোকপত্র ‘তারারা’র নববর্ষ সংখ্যা


পুরুলিয়ার মানবাজারের সুভাষিণী পল্লি থেকে আশুতোষ বিশ্বাস ও স্বাগতা বিশ্বাসের সম্পাদনায় ‘তারারা’ পত্রিকার ৮ম বর্ষ ১ম সংখ্যা (নববর্ষ ১৪২৯) সংখ্যাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। সাহিত্য অনুরাগী কবি শিল্পীদের উপস্থিতিতে সঙ্গীত, আবৃত্তি এবং ‘লিটল ম্যাগাজিন প্রকাশ ও তার অন্তরায়’ নিয়ে মনোজ্ঞ আলোচনা হয়। পত্রিকার মোড়ক উন্মোচনে কবি তপন পাত্রের সঙ্গে ছিলেন কবি পল্লব গোস্বামী, টিয়া মুখুটি, জয়ন্ত দত্ত, হৈমন্তী গোস্বামী প্রমুখ।
পত্রিকার প্রচ্ছদ
এই সংখ্যায় প্রবন্ধ আছে ছয়টি, কৃষ্ণগোপাল রায় লিখেছেন ‘রবীন্দ্রনাথ: জীবনানন্দ’ নামের দীর্ঘ প্রবন্ধ, রামশঙ্কর প্রধান লিখেছেন ‘সৈয়দ ওয়ালীউল্লাহের ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসে জাদুবাস্তবতার সন্ধান’ বিষয়ে, কবি ও চিন্তাবিদ জাঁ-পল সার্ত্রের অস্তিত্ববাদ নিয়ে লিখেছেন রাহুল রায়, ‘শিশুদের অঙ্কভীতি গণিত শিক্ষার অন্তরায়’ নামে সময়োপযোগী প্রবন্ধ লিখেছেন সৈকতকুমার বসু, আর কবি বিভাস রায়চৌধুরীর ‘নষ্ট প্রজন্মের ভাসান’ কাব্যগ্রন্থে ভ্রষ্ট জীবন সন্ধানের মধ্য দিয়ে সময়ের দাবিকে তুলে ধরেছেন প্রাবন্ধিক আশুতোষ বিশ্বাস। ছোটগল্প রয়েছে পাঁচটি, লিখেছেন শুক্লা কর (বটকু চোরের গল্প), রুদ্রিতা চট্টোপাধ্যায় (শোধ), উত্তম কুমার পুরকাইত (কমরেড হরেকৃশ্ন), অর্পিতা রায়চৌধুরী (শেষ শিকার), অনিরুদ্ধ আলি আকতার (ঈশ্বরবটিকা)৷
পত্রিকা প্রকাশ অনুষ্ঠানের ছবি 

একটি, দুটি ও গুচ্ছকবিতাপর্বে বিন্যস্ত এপার ওপার বাংলাসহ প্রবাসী বাঙালি কবি শ্যামলকান্তি দাশ, শঙ্কর চক্রবর্তী, তৈমুর খান, অমিত চক্রবর্তী, হরিৎ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, শুভজিৎ বোস, তারেক কাজী, রওশন রুবী, শীতল চৌধুরী, সমাজ বসু, অমৃতা খেটো, চিরপ্রশান্ত বাগচি, দেবাশিষ তেওয়ারী, সাম্য রাইয়ান প্রমুখ মিলিয়ে পঁচাত্তরজন কবির কবিতা এবং বই আলোচনার দীর্ঘ পর্যায় দিয়ে সংখ্যাটি সজ্জিত। পত্রিকাটির প্রচ্ছদ করেছেন দয়াময় বন্দ্যোপাধ্যায়৷ দাম একশত রুপি৷  

Post a Comment

3 Comments

  1. পত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করি। আর শত শুভেচ্ছা কবি-সম্পাদক আশুতোষ বিশ্বাসকে।

    ReplyDelete
  2. মঙ্গল চন্ডীJuly 29, 2022 at 10:52 PM

    শুভকামনা রইল

    ReplyDelete
  3. অসম্ভব ভালো একটা পত্রিকা 'তারারা'

    ReplyDelete

মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।