বই আলোচনার ওয়েবসাইট ‘গ্রন্থগত’ এর আয়োজনে গত শনিবার, ৭ নভেম্বর (২০২০) কুড়িগ্রাম সরকারি গণগ্রন্থাগারে ‘বই পর্যালোচনা কর্মশালা’ অনুষ্ঠিত হয়৷
উক্ত কর্মশালায় বই পড়ার পদ্ধতি ও প্রয়োজনীয়তা, বইয়ের ক্যাটালগিং, বই পর্যালোচনা লেখার পদ্ধতি, সমালোচকের ভূমিকা সহ প্রাসঙ্গিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ‘গ্রন্থগত’ –এর প্রতিষ্ঠাতা জনাব সুশান্ত বর্মণ৷ কর্মশালায় ১৫জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন৷
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম স্টাডি ফোরামের সংগঠক পলাশ রায়, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক আব্দুল ওয়াহেদ, সাতভিটা গ্রন্থনীড়ের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন, কলামনিস্ট নাহিদ হাসান, ‘চারু’ গ্রুপের পরিচালক ফিরোজ সরকার ও লিটলম্যাগ ‘বিন্দু’ সম্পাদক সাম্য রাইয়ান৷
কুড়িগ্রামের একজন বইপ্রেমী জনাব আক্তারুল ইসলাম রাজুর বক্তব্যের মধ্য দিয়ে দুপুর দেড়টায় কর্মশালাটি সমাপ্ত হয়৷
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।