১ নভেম্বর দিব্যক এর 'নভেম্বর ২০২০' সংখ্যা প্রকাশিত হয়েছে। পূর্বঘোষণামতে, মাসিকপত্র হিসেবে নবরূপে এটিই দিব্যকের প্রথম সংখ্যা৷
দিব্যক এর সম্পাদক হোসাইন মাইকেল এ সংখ্যার সম্পাদকীয়তে লিখেছেন,
আপনারা জানেন বাংলা সাহিত্যের মাঠে দিব্যক আট বছর থেকে কাজ করে আসছে। ক'দিন আগেই ৮ম বর্ষপূর্তি সংখ্যা হয়ে গেল। দিব্যক'র লেখক, পাঠক ও শুভাকাঙ্ক্ষীগণকে অবগত করছি, এখন থেকে অগোছালো/অনিয়মিত নয়, দিব্যক গতানুগতিক ধারা ভেঙ্গে বিশেষ কিছু সঙ্গে নিয়ে নিয়মিত কাজ করতে চায়। প্রতি ইংরেজি মাসের প্রথম দিবসে প্রকাশিত হবে —এমন সিদ্ধান্ত দিব্যকের। নভেম্বর ২০২০ সংখ্যার ভেতর দিয়ে তারই নতুন যাত্রা শুরু হল। এ সংখ্যা থেকে সাহিত্যের প্রচলিত শাখাগুলোর বাইরেও ভিন্ন কয়েকটি বিভাগ যুক্ত করা হয়েছে, যা নিয়মিত প্রকাশ করার ইচ্ছে। প্রতি সংখ্যায় দিব্যক নির্বাচিত একজন কবির বায়োডেটা সহ তার কিছু কবিতা ও কবিতা কেন্দ্রিক আলোচনা থাকবে। এ মাসের কবি আহমেদ মওদুদ। কবি ও গদ্যকার মাহফুজুর রহমান লিংকন তার কথামালা লিখবেন লিংকনের কেরিক্যাচার নামক বিভাগে। হিম ঋতব্রত-র পছন্দের কবিতা ও সেই কবিতা নিয়ে তার বক্তব্য ঋতব্রত'র প্রিয় কবিতারা বিভাগে প্রকাশ করা হবে। সময় স্বল্পতা সহ নানাবিধ কারণে এ সংখ্যার কাজ অল্পদৈর্ঘ্যে নিষ্পন্ন করা হল। আগামী সংখ্যা থেকে দিব্যক তার নিজস্ব নীতিতে সম্মৃদ্ধ হবে, আশা করি।দিব্যক'র সাথে জড়িত-অজড়িত সকলের সুসাস্থ্য কামনা হেতু শুভেচ্ছা জানাই।
নিচে সংখ্যাটির সূচিপত্র দেয়া হলো—
এ মাসের কবি
আহমেদ মওদুদ
কবিতা
এক ফোঁটা বৃষ্টির কণা | শরীফ আহমেদ
ম্যান ভার্সেস ওয়াইল্ড | শহীদুল ইসলাম অর্ক
সরলরেখা থেকে দূরে | হরিৎ বন্দ্যোপাধ্যায়
রিইউনিয়ন | রাফাতুল আরাফাত
উৎসর্গ | রোনক বন্দ্যোপাধ্যায়
বাইনারি ডিজিট | হোসাইন মাইকেল
প্রবন্ধ
অনলাইন লিটলম্যাগ বলতে কী বোঝায়? | সাম্য রাইয়ান
আত্মহত্যার ইতিহাস ও মনস্তত্ত্ব | মাহবুবুল ইসলাম
নিয়মিত বিভাগ
লিংকনের কেরিক্যাচার : মাহফুজুর রহমান লিংকন
ঋতব্রত'র প্রিয় কবিতারা : হিম ঋতব্রত
সংখ্যাটি পড়তে এখানে ক্লিক করুন৷
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।