কবি মিজান খন্দকারের প্রয়াণে কুড়িগ্রাম সাহিত্যসভার শোক


কবি মিজান খন্দকারের অকাল প্রয়াণে শোক জানিয়েছে কুড়িগ্রাম সাহিত্যসভা৷ গত ২৭ এপ্রিল (২০২১) সংগঠনটির অফসিয়াল পেজে প্রকাশিত হয় শোক বিবৃতি

বিবৃতিতে লেখা হয়েছে,
কবিকে হারিয়ে আমরা শোকবিহ্বল! নব্বই দশকের এই আধুনিক কবিকে এত দ্রুত হারাতে হবে, এ আমরা কখনো ভাবিনি৷

আরো লেখা হয়েছে,
কুড়িগ্রামে আধুনিক কবিতা চর্চায় তিনি ছিলেন অগ্রগামী৷ তাঁর শূন্যস্থান পূরণ হবার নয়৷ তিনি হাজার বছর বেঁচে থাকুন তাঁর সাহিত্যকর্মের মাঝে, এই কামনা করি৷

উল্লেখ্য, কুড়িগ্রামের অন্যতম কবি মিজান খন্দকার জন্মগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জে, ১৯৬০ খ্রিস্টাব্দের ২৫ অক্টোবর। পিতার চাকুরীসূত্রে ঘুরে বেরিয়েছেন দেশের নানা অঞ্চলে, পাহাড়ে-সমতলে। এভাবেই ১৯৭৫ এ চলে আসেন বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রামে। বাকী জীবন কাটে নদীঘেরা এই কুড়িগ্রামে৷ তিনি শিলালিপি, জলগৃহ সহ আরো একাধিক সাহিত্যপত্র সম্পাদনা করেছেন৷


তাঁর প্রথম বই ‘যথা কবি নিরঞ্জন’৷ কবিতার এ বইটি প্রকাশিত হয় ২০০৪ এ বুকক্লাব প্রকাশনী থেকে। ২০০৯ এ গল্পগ্রন্থ ‘পুনশ্চ যুদ্ধার্থীগণ’ প্রকাশিত হয় ভাষাচিত্র প্রকাশনী থেকে৷ এরপর কবিতার বই ‘জন্মান্তরিত হবো কোনো নভোগৃহে’ প্রকাশিত হয় ২০১১ এ জয়তী প্রকাশনী থেকে৷


করোনাক্রান্ত হয়ে গত ২৫ এপ্রিল ২০২১ রাত সাড়ে দশটায় তিনি রংপুর মেডিকেলে মৃত্যুবরণ করেন৷ দীর্ঘদিন তিনি জিবিএস রোগে ভুগছিলেন।

Post a Comment

0 Comments