সাঈদ বিলাসের কবিতার বই ‘ফ্যাসিস্ট বাতাসে প্রেম’। চলতি বছরের আগস্ট মাসের শেষ সপ্তাহে বুকিশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে বইটি। এটি এই কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ ‘শ্রমদাস’ প্রকাশিত হয় ২০১৯ সালের একুশে বইমেলায়।
‘ফ্যাসিস্ট বাতাসে প্রেম’ বইটির প্রচ্ছদ করেছেন নিশাত তুলি, ক্যালিগ্রাফি করেছেন অরিন্দম সরকার৷
বইটির ফ্ল্যাপ লিখেছেন কবি ও সমালোচক তরিকুর রহমান সজীব। সেইখানে তিনি লিখেছেন,
...কবি সাঈদ বিলাসের কবিতাই আসলে তার নোক্তা, যেইখানে অক্ষরে অক্ষরে নিজেরে ছড়ায়ে রাখছেন। ‘আত্মমগ্নতা’র এই যুগে যখন ব্যক্তি পণ্যের খোলসে বন্দি, তখন সাঈদ মুক্তির কথা বলতে চাইতেছেন মানবিক সম্পর্কের বোধে। কনজ্যুমারিজমের ‘উস্কানি’তে যখন ব্যক্তি আরও আরও বেশি ডিজিটাল ঘোরটোপে বন্দি, সাঈদ তখন সন্তানের জন্য চাইতেছেন খোলা আকাশ, যেইখানে আদিগন্ত বিস্তৃত ক্যানভাসে হত্যা-দ্বেষ-জিঘাংসার বিপরীতে দাঁড়ায়ে লড়াইয়ের ইতিহাস। সাঈদ সেই ফুলের কথা বলতে চাইতেছেন, যেই ফুল ফুটতে রক্তের ‘জৈব সার’ লাগে না, লাগে মমতার অশ্রুফোঁটা। সাঈদ বিলাসের কবিতা সেই মমতার অশ্রু পাঠকের কাছে পৌঁছাক- এর চাইতে বেশি কি আর প্রত্যাশা হইতে পারে?
বইটি প্রসঙ্গে কবি বলেন,
একটা ফ্যাসিস্ট সময়ে বইসা মানুষের জীবন ক্যামনে কাটে! তার অনুভূতি, বোধ, ক্রোধ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, ভালোবাসা, ঘৃণা এইসবই ধরতে চেয়েছি। বুঝতে চেয়েছি ফ্যাসিবাদের নরক আগুনে পুড়লে মানুষ কেমন থাকে! এইতো এইগুলাই! বাকিটা যারা বইটি পড়বেন তারাই ভালো বলতে পারবেন।
৪ ফর্মার এই বইয়ের গায়ের দাম ১৮০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে অনলানে বই বিক্রির প্লাটফর্মগুলোতে, বইয়ের দোকান বাতিঘরের ঢাকা, সিলেট ও চট্টগ্রাম শাখায়। সরাসরি লেখক অথবা প্রকাশকের কাছ থেকেও বইটি সংগ্রহ করা যাবে। সেক্ষেত্রে ০১৬৮৬৫২৯৬৬৯ নাম্বারে মেসেজ দিতে হবে।
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।