গত শুক্রবার, ৩০ অক্টোবর (২০২০) তারিখে রংপুরে ‘বই পর্যালোচনা বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়৷
বই আলোচনার ওয়েবসাইট ‘গ্রন্থগত’ ও বইয়ের দোকান ‘বইতরঙ্গ’ –এর যৌথ আয়োজনে রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় ২০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন৷
উদ্বোধককে বই উপহার প্রদান |
সকাল দশটায় সূচনা বক্তব্য প্রদানের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অবঃ অধ্যাপক শাহ আলম৷ এরপর কর্মশালার প্রথম পর্বে বই কী, এর প্রয়োজনীয়তা, বিবর্তন ও সমালোচকের ভূমিকা বিষয়ে আলোচনা করেন লিটলম্যাগ ‘বিন্দু’ সম্পাদক ও কবি সাম্য রাইয়ান৷
বক্তব্যরত সাম্য রাইয়ান |
দ্বিতীয় পর্বে বই পর্যালোচনা লেখার পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ‘গ্রন্থগত’ ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা সুশান্ত বর্মণ, তৃতীয় পর্বে অংশগ্রহণকারীদের ছোট ছোট দলে বিভক্ত করে দলীয় কার্যক্রম পরিচালনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যাণ্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক৷ বিকেল সাড়ে চারটায় তাঁর বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়৷
বক্তব্যরত মাহমুদ হাসান পার্ভেজ |
উল্লেখ্য, কর্মশালা সঞ্চালনা করেন বইতরঙ্গের প্রতিষ্ঠাতা মাহমুদ হাসান পার্ভেজ
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।