‘লেখকের কথা’ অনুষ্ঠানে পাঠকের মুখোমুখি হবেন লেখক

আসন্ন বইমেলা ২০২২ কে কেন্দ্র করে শুরু হচ্ছে লাইভ অনুষ্ঠান ‘লেখকের কথা’৷ চারুর ফেসবুক পেজে পাঠকের মুখোমুখি হবেন লেখক৷ পহেলা জানুয়ারি থেকেই এ আয়োজন শুরু হবে বলে জানা গেছে৷

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চারু'র (CHARU) কর্ণধার ফিরোজ সরকার বলেন,
বইমেলায় প্রচুর বই প্রকাশিত হয়, কিন্তু যথাযথ প্রচারের অভাবে অনেক গুরুত্বপূর্ণ বই পাঠকের নজরে আসে না৷ আমরা চাই পাঠক বই সম্পর্কে জানুক৷
তিনি আরো বলেন,
লেখক ও পাঠকের সরাসরি সংযোগ তৈরি করবে আমাদের এ আয়োজন৷ এর মাধ্যমে লেখক তার বইকে পাঠকের সামনে তুলে ধরতে পারবেন এবং পাঠকও তৎক্ষণাৎ প্রশ্ন করতে পারবেন৷

এ আয়োজনের সহযোগিতায় আছে আরেকটি প্রতিষ্ঠান ‘কাগজের নৌকা’৷ জানুয়ারি ও ফেব্রুয়ারি পুরো দুই মাস বিভিন্ন লেখককে নিয়ে এ আয়োজন বিনামূল্যে প্রদর্শিত হবে চারুকাগজের নৌকার ফেসবুক পেজে৷

Post a Comment

0 Comments