প্রকাশিত হলো ইউসুফ আলমগীর সম্পাদিত অণুগল্প সংকলন ‘ড্যাস’


দেড় দশক পর প্রকাশিত হলো ইউসুফ আসমগীর সম্পাদিত অণুগল্প সংকলন ‘ড্যাস’ এর তৃতীয় সংখ্যা৷ ২০০৪ এ প্রথমবারের মতো ড্যাস প্রকাশিত হয়, দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয় পরের বছরই৷ কিন্তু এরপর দীর্ঘ বিরতি! এইবার বিরতি কাটিয়ে ১৬ই ডিসেম্বর (২০২১) কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিনদিনের বিজয় উৎসবে গল্পকার জুলকারনাইন স্বপন, নাট্যকার হেলাল জাহাঙ্গীর প্রমুখের হাতে প্রকাশিত হলো সংখ্যাটি৷

প্রচ্ছদ: আইয়ুব আল আমিন
এবারের সংখ্যায় ভারত ও বাংলাদেশের ৩৪ জন লেখকের ৩৬টি অণুগল্প রয়েছে৷ মলাটবদ্ধ গল্পকারগণ হলেন: মলয় রায়চৌধুরী, হরিৎ বন্দোপাধ্যায়, আহমেদ তানভীর, জুলকারনাইন স্বপন, শফিক হাসান, দুপুর মিত্র, মাহমুদ আল হেলাল উজ্জামান, ফেরদৌস হৃদয়, আদিবা নুসরাত, আবির আবরাজ, মেহেদী হাসান তন্ময়, ইউসুফ আলমগীর, কেশব মেট্যা, ভীষ্মদেব সূত্রধর, সাম্য রাইয়ান, মাহফুজুর রহমান লিংকন, অভিজিৎ বসু, বাদল ধারা, অরিন্দম গোস্বামী, শামসুল কিবরিয়া, মরিয়ম মেরিনা, নিত্যরঞ্জন দেবনাথ, এনামুল রেজা, নুসরাত জাহান, শামীম সৈকত, অন্তর চন্দ্র, আশুতোষ বিশ্বাস, রোমেল রহমান, জাহানুর রহমান খোকন, রইস মুকুল, সৌমেন দেবনাথ ও হোসাইন মাইকেল৷
অনূদিত জেনগল্প: রাজীব দত্ত, উপল বড়ুয়া

সংখ্যাটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আইয়ুব আল আমিন৷ পত্রিকাটি অমর একুশে গ্রন্থমেলায় ঘাসফুল প্রকাশনীর স্টলে পাওয়া যাবে৷

Post a Comment

0 Comments