সাম্য রাইয়ানের কবিতার বই ‘লিখিত রাত্রি’ প্রকাশিত হয়েছে

ঢাকা : অমর একুশে গ্রন্থমেলায় ঘাসফুল প্রকাশনী থেকে সাম্য রাইয়ানের নতুন কাব্যগ্রন্থ ‘লিখিত রাত্রি’ প্রকাশ হয়েছে। ৫৫টি কবিতা নিয়ে ‘লিখিত রাত্রি’ কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করছেন কবি ও চিত্রশিল্পী রাজীব দত্ত।

সাম্য রাইয়ান ‘লিখিত রাত্রি’ সম্পর্কে বলতে গিয়ে জানান, ‘২০১৫ সালের জুন ও জুলাই মাসে পঞ্চান্ন পর্বের এই সিরিজটি লিখেছিলাম। এতে উঠে এসেছে রাত্রির নানা রূপময় চিত্র৷ রাতের পথঘাট থেকে শুরু করে রাতের আকাশ, চাঁদ, নাইটগার্ড, বেশ্যা, পথচারী, ট্রাকড্রাইভার, কুকুর কোনো কিছুই কবির চোখ এড়ায়নি৷ রাত্রির সাথে প্রাণ-প্রকৃতির সম্পর্ক, সম্পর্কের জটিল স্তর সকল কিছু উঠে এসেছে এই সিরিজ কবিতায়৷ পঞ্চান্ন পর্বের কবিতায় পঞ্চান্ন রকম বর্ণনা রয়েছে রাতের৷’

সাম্য রাইয়ানের জন্ম কুড়িগ্রামে। বেড়ে ওঠাও সেখানেই। তিনি লেখালেখি করছেন দীর্ঘদিন। জড়িয়ে আছেন বাংলাদেশ ও ভারতের অনেক লিটলম্যাগ ও ওয়েবজিনের সঙ্গে। এছাড়াও তাঁর সম্পাদনায় ২০০৬ সাল থেকে প্রকাশিত হচ্ছে লিটলম্যাগ ‘বিন্দু’ (bindumag.com)৷

বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশ পেয়েছে সাম্য রাইয়ানের। ‘বিগত রাইফেলের প্রতি সমবেদনা’ (২০১৫), ‘মার্কস যদি জানতেন’ (২০১৮), ‘হলুদ পাহাড়’ (২০১৯) ও ‘চোখের ভেতরে হামিং বার্ড’ (২০২০)। এগুলো সব কবিতার বই। এর বাইরে দুইটি গদ্যের বইও আছে তার; ‘সুবিমল মিশ্র প্রসঙ্গে কতিপয় নোট’ (২০১৪) ও ‘লোকাল ট্রেনের জার্নাল’ (২০২১)৷ এছাড়াও একটি বৃহৎ সম্পাদিত বই রয়েছে তাঁর, উৎপলকুমার বসুকে নিয়ে৷

চার ফর্মার বইটির দাম ১৬০ টাকা৷ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে (রকমারী, প্রথমা, বাতিঘর ও অন্যান্য) ‘লিখিত রাত্রি’ পাওয়া যাচ্ছে৷

News Source: sonalinews.com


Post a Comment

0 Comments