মহাপৃথিবী’র সম্পাদক কবি শম্ভু রক্ষিতকে নিয়ে প্রকাশিত হচ্ছে উপন্যাস


শম্ভু রক্ষিতকে সবাই চেনেন। তিনি মহাপৃথিবীর কবি।সম্পাদকও। কিন্তু মানুষ শম্ভু রক্ষিত? তাঁকে কি আমরা সেভাবে চিনি? জানি? জানি, কবিতা লেখার জন্য তাঁকে জেলও খাটতে হয়েছে? পকেটে একটি পয়সা নেই তবু কীভাবে প্রায় নিয়মিত তিনি মহাপৃথিবীর মতোন একটি পত্রিকা বের করতেন? কীভাবে তিনি বাড়ি থেকে কলকাতায় আসতেন? কীভাবেই-বা দিনের পর দিন কলকাতায় থাকতেন? তাঁর অনুরাগী অনেকেই কিন্তু প্রকৃতপক্ষে কারা তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন? শম্ভু রক্ষিত কি প্রেম করেছিলেন? কেমন ছিল তাঁর  দাম্পত্য জীবন? সংসার? 

চেনা শম্ভু রক্ষিত এবং অচেনা শম্ভু রক্ষিতকে নিয়ে এবার প্রকাশিত হচ্ছে আস্ত একটি উপন্যাস। ‘দূরের বন্ধু শম্ভু রক্ষিত’। লিখেছেন সত্তরের অন্যতম কবি দীপক রায়। প্রখ্যাত চিত্রশিল্পী হিরণ মিত্রের প্রচ্ছদে শীঘ্রই বইটি প্রকাশিত হবে ভারতের আদম প্রকাশনী থেকে৷

Post a Comment

0 Comments