খ্যাতিমান কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন। ২৮ আগস্ট (২০২১), শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার বাংলাবাজারস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গত ছয় মাস আগে বুলবুল চৌধুরীর ক্যান্সার ধরা পড়ে। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। কিন্তু ক্যান্সার তার শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়ে। ফলে তিনি কিছু খেতে পারছিলেন না। কেমো নেওয়ার মতো তার শারীরিক অবস্থাও ছিল না। চিকিৎসকের পরামর্শে বাসায় চলছিল তার চিকিৎসা।
বুলবুল চৌধুরীর স্কেচ আঁকা: আইয়ুব আল আমিন |
পেশাজীবনের শুরুতে পুরান ঢাকায় ছাপাখানার ব্যবসা ছিল এই কথাসাহিত্যিকের। পরে দীর্ঘ সময় সংবাদপত্রে কাজ করেছেন তিনি।
বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক পেয়েছেন।
কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর উল্লেখযোগ্য বই:
ছোট গল্পগ্রন্থ: টুকা কাহিনি, পরমানুষ, মাছের রাত, চৈতার বউ গো।
উপন্যাস: অপরূপ বিল ঝিল নদী, কহকামিনী, তিয়াসের লেখন, অচিনে আঁচড়ি, মরম বাখানি, এই ঘরে লক্ষ্মী থাকে, ইতু বৌদির ঘর, দখিনা বাও, জলটুঙ্গি, পাপপুণ্যি, ঘরবাড়ি, দম্পতি, বলো কি অনুভব।
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।