‘দেয়াঙ সাহিত্য পুরস্কার’ পেলেন কবি রানা ইব্রাহিম


২০১৯ এর অক্টোবরে কবি মাহমুদ নোমানের সম্পাদনায় চট্টগ্রাম থেকে প্রকাশিত হয় সাহিত্য পত্রিকা ‘দেয়াঙ’৷ ইতিমধ্যে পত্রিকাটির তিনটি সংখ্যা (শারদীয়, শীত ও গ্রীষ্ম) প্রকাশিত হয়েছে৷ এর মধ্যেই পত্রিকাটি বই প্রকাশের কার্যক্রমও শুরু করেছে৷ এরই ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারি (২০২১) পুরস্কার প্রদান কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে পাণ্ডুলিপি আহ্বান করা হয়৷

১৭ আগস্ট (২০২১) ঘোষণা করা হয়েছে দেয়াঙ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবির নাম৷ প্রথমবারের মতো পুরস্কারটি পাচ্ছেন কবি রানা ইব্রাহিম৷ কর্তৃপক্ষের ঘোষণামতে, পুরস্কারপ্রাপ্ত কবির প্রথম বইটি প্রকাশ করবে দেয়াঙ প্রকাশনী৷ এবং বিক্রিত অর্থের ১৫% রয়্যালটি পাবেন কবি৷

পুরস্কার প্রদান উপলক্ষে দেয়াঙ সম্পাদক মাহমুদ নোমান বলেন,
এতো পাণ্ডুলিপির মধ্যে বেছে নেওয়া এরপরে একজনকে নির্বাচিত করা আমার জন্য দুরূহ যেমন ছিলো, তেমনি বেদনারও... অনেক ভালো পাণ্ডুলিপিও বাদ গেছে, শুধু একটা নির্বাচন করতে গিয়ে৷

তিনি দেয়াঙ এর সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন,
ইচ্ছে হয়েছিলো দশজনকে নির্বাচিত করতে; কিন্তু আমার সামর্থ্য খুব সীমিত, সাধ্য নেই বলতে... আগামীতে চেষ্টা করবো কলেবর বাড়াতে, আপনাদের কাছে ভালোবাসা ও সহযোগীতার প্রার্থী…

পুরস্কারপ্রাপ্ত কবি রানা ইব্রাহীম তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন,
পুরস্কার প্রাপ্তি সব সময়েই আনন্দের। এমন একটা সম্মাননা পাবো তার জন‍্য মোটেও প্রস্তুত ছিলাম না। এই পুরস্কার প্রাপ্তি আমার কবিতা চর্চাকে আরো বেগবান করবে। এমন গুরুত্বপূর্ণ একটা পুরস্কার পেয়ে সত‍্যিই আমি ভীষণ আনন্দিত। ধন‍্যবাদ দেয়াঙ সম্পাদক মাহমুদ নোমানকে আমাকে নির্বাচিত করার জন‍্য...

Post a Comment

0 Comments