বাংলাদেশী গায়ক-গীতিকার, গিটারিস্ট, সুরকার ও অভিনেতা এবং বলিউড নেপথ্য গায়ক ফারুক মহফুজ আনাম। চিনতে পারছেন? হয়তো খুব স্বল্প সংখ্যক মানুষই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে৷ কিন্তু যদি বলি নগর বাউল বা জেমস, তাহলে আর কোনো পরিচয়েরই দরকার নেই৷ তাঁর অসংখ্য গান জনপ্রিয় হয়ে এখনো মানুষের হৃদয়কে দোলা দেয়৷ নব্বই দশকে তার কণ্ঠে ‘তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার’ গানটি শোনেননি, বাংলাদেশে এমন মানুষ কি পাওয়া যাবে নব্বইয়ের প্রজন্মের? হয়তো পাওয়া যাবে না৷ কিন্তু আপনি কি জানেন এটি একটি কবিতা ছিলো, পরে এই কবিতায় সুরারোপ করেন জেমস৷ আর এই কবিতাটির রচয়িতা বাংলাদেশের বরেণ্য কবি শামসুর রাহমান৷
১৯৯৫ সালের কথা। কবি শামসুর রাহমানের অনুমতি নিয়ে তাঁর ‘উত্তর’ কবিতা থেকে নিজের ব্যান্ড ফিলিংসের ‘নগরবাউল’ অ্যালবামের জন্য জেমস গেয়েছিলেন ‘তারায় তারায়’। প্রকাশের পরপরই ব্যাপক জনপ্রিয়তা পায় এটি। ‘আমি তারায় তারায় রটিয়ে দেবো’ তখন পাড়া-মহল্লায়, শহরের অলিতে-গলিতে, এমনকি গ্রাম-গঞ্জে শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে পড়ে।
এত বছর পেরিয়ে ‘তারায় তারায়’ গানটি আজও সমান জনপ্রিয়।
কবি শামসুর রাহমানের কবিতা ‘উত্তর’তুমি হে সুন্দরীতমা নীলিমার দিকেতাকিয়ে বলতেই পারো‘এই আকাশ আমার’কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবেনা।সন্ধ্যেবেলা ক্যামেলিয়া হাতে নিয়েবলতেই পারো,‘ফুল তুই আমার’তবু ফুল থাকবে নীরব নিজের সৌরভেআচ্ছন্ন হয়ে।জ্যোৎস্না লুটিয়ে পড়লে তোমার ঘরে,তোমার বলার অধিকার আছে, ‘এ জ্যোৎস্নাআমার’কিন্তু চাঁদনী থাকবে নিরুত্তর।মানুষ আমি, আমার চোখে চোখ রেখে যদিবলো, ‘তুমি একান্ত আমার’,কী করে থাকবো নির্বাক ?তারায় তারায় রটিয়ে দেবো, ‘আমিতোমার, তুমি আমার’।
জেমসের কণ্ঠে ‘তারায় তারায়’
জেমসের কণ্ঠে ‘নগর বাউল’ অ্যালবাম থেকেঃ
জেমসের কণ্ঠে ‘তারায় তারায়’ নতুন সংস্করণঃ
0 Comments
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।