জেলখানায় বসে ‘দেশ’ পত্রিকায় চাকরী পেয়েছিলেন সাগরময় ঘোষ


সাগরময় ঘোষ আর দেশ পত্রিকা দুটি নাম যেন একে অন্যের সমার্থক। ১৯৩৯ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৫০ বছরের একটা দীর্ঘ কর্মজীবন তিনি দেশ পত্রিকায় কাটিয়েছেন। তো দেশ পত্রিকায় তাঁর চাকরি হওয়ার ঘটনাটা বেশ মজার। স্বদেশি আন্দোলন করার কারণে ব্রিটিশ সরকারের রোষানলে পড়েন তখনকার বিপ্লবীরা, তন্মধ্যে তরুণ সাগরময়ও ছিলেন। জেলখানায় গিয়ে তিনি খুব একটা চিন্তিত ছিলেন—এমন না; দিব্যি সুখী মানুষের মতোই থাকতেন। শান্তিনিকেতনে রবীন্দ্র-ছায়ায় বেড়ে ওঠা সাগরময় সবাইকে গান শোনাতেন, কবিতা আবৃত্তি করতেন আর তুমুল আড্ডা জমিয়ে তুলতেন। এভাবেই একদিন দেশ পত্রিকার প্রাণপুরুষ অশোককুমার সরকারের সঙ্গে দেখা, তিনিও তখন একই কারণে জেলে বন্দী, সাগরময় ঘোষের পাণ্ডিত্য আর সৃজনশীলতায় তিনি মুগ্ধ হয়ে গেলেন। জেল থেকে বের হওয়ার পর দেশ পত্রিকায় যোগদান করার প্রস্তাব দেন, সাগরময় ঘোষও প্রস্তাবটা সানন্দেই মেনে নেন।

জেল থেকে বের হয়ে কথামতো দেশ পত্রিকাতেই জয়েন করেছিলেন সাগরময়, পরবর্তীকালে পত্রিকাটির সম্পাদকও হয়েছিলেন তিনি। নিজের সম্পাদক জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন তাঁর বিখ্যাত গ্রন্থ সম্পাদকের বৈঠকে।

সূত্র: সম্পাদকের বৈঠকে।

গ্রন্থনা: বাশিরুল আমিন

Post a Comment

0 Comments