প্রতি মাসে প্রকাশিত হবে লিটলম্যাগ বিন্দুর অনলাইন সংস্করণ bindumag.com

বাংলাদেশের অন্যতম লিটল ম্যাগাজিন ‘বিন্দু’র অনলাইন সংস্করণ এখন থেকে নবরূপে প্রকাশিত হবে৷ এ ব্যাপারে ২৭ আগস্ট (২০২১) বিন্দুর পক্ষ থেকে বলা হয়েছে,
বিন্দু ২০০৬ এর মার্চ থেকে কাগজে প্রকাশিত হচ্ছিলো৷ ২০১৯ এর মার্চ থেকে অনলাইনে প্রকাশিত হচ্ছে৷ অনলাইনে দু'বার ঠিকানা পরিবর্তনের পর www.bindumag.com এ থিতু হওয়া গেল৷ আশা করি এই ঠিকানা আর পরিবর্তন হবে না৷ অনলাইনে প্রকাশের এই সময়কালে আমরা এতদিন অনির্দিষ্ট সময়ের স্বল্প বিরতিতে একটি করে লেখা প্রকাশ করেছি৷ সেই ধারাবাহিকতা এখনো চলমান৷ কিন্তু এই পদ্ধতি লেখক-পাঠক সকলের জন্যই খুব একটা সুখকর অনুভূতি তৈরি করেনি বলেই আমাদের ধারণা৷ তাই আগামী মাস (সেপ্টেম্বর) থেকে প্রতি মাসে একটি সংখ্যা প্রকাশিত হবে৷ নির্দিষ্ট তারিখে৷ অর্থাৎ bindumag.com এখন থেকে সংখ্যাভিত্তিক প্রকাশিত হবে৷

এই ঘোষণার দুই দিন পর ২৯ আগস্ট (২০২১) আরেকটি ঘোষণায় বলা হয়েছে,
বিন্দুর অনলাইন সংস্করণের শুরু থেকে মাঝেমধ্যে বিশেষ সংখ্যা ব্যাতিত ১/২ দিন পর পরই লেখা প্রকাশিত হচ্ছিলো৷ কিন্তু কিছু সমস্যা নোটিশ করা গেল এই দুই-তিন বছরে৷ সমস্যা লেখক-পাঠক উভয় পক্ষ থেকেই৷ তাই মাসে একটি সংখ্যা প্রকাশের ‘কনসেপ্ট’ এর সাথেই একীভূত হওয়া৷ তবে সারা মাস একদমই লেখা প্রকাশ বন্ধ থাকবে তা-ও নয়৷ কিছু লেখাপত্র সারা মাসে প্রকাশিত হবেই৷

যদিও বিন্দু সাধারণত নিজে থেকে লেখা চেয়ে নিয়ে প্রকাশ করে৷ তবুও, আপনি চাইলে লেখা পাঠানোর সুযোগ রয়েছে৷

বিন্দুতে লেখা পাঠানোর নির্দেশনাঃ

• সারাবছর লেখা পাঠাতে পারবেন৷
• ইমেইল বডিতে লিখে পাঠাতে হবে৷
• কবিতা, গল্প, প্রবন্ধ, মুক্তগদ্য পাঠানো যাবে৷
• বিন্দুতে লেখা পাঠানোর আগে অনুরোধ করছি, বিন্দু ভালো করে পড়ে নেবেন৷ এর কপিরাইট নীতিমালা, প্রকাশের নীতিমালা এইসকল টেক্সট পড়ে তারপর যদি মনে করেন, তাহলে লেখা পাঠাবেন৷
• প্রথমবার লেখা পাঠানোর ক্ষেত্রে আপনার সম্পর্কে লিখবেন৷
• ইমেইলঃ bindumag2006@gmail.com

Post a Comment

1 Comments

মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।